TRENDING:

DYFI Brigade Rally: বাম-যুবদের ব্রিগেডে ‘রাজ্য সঙ্গীত’, উড়ছে দেশের তেরঙা! বেনজির দৃশ্যের কারণ কী?

Last Updated:

DYFI Brigade Rally: লাল ঝান্ডার সমাবেশ শুরু হল ‘রাজ্য সংগীত’ বাংলার মাটি বাংলার জল গেয়ে। খুব সম্প্রতি বাংলার মুখ‍্যমন্ত্রী মমতা বন্দ‍্যোপাধ‍্যায় বাংলার মাটি বাংলার জল গানটিতে রাজ‍্য সংগীত হিসেবে ঘোষণা করেন।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কলকাতাঃ দামামা বাজল বাম যুবদের ব্রিগেডের। তবে, শুরুতেই অবাক গোটা মাঠ। লাল ঝান্ডার সমাবেশ শুরু হল ‘রাজ্য সঙ্গীত’ ‘বাংলার মাটি বাংলার জল’ গেয়ে। খুব সম্প্রতি বাংলার মুখ‍্যমন্ত্রী মমতা বন্দ‍্যোপাধ‍্যায় ‘বাংলার মাটি বাংলার জল’ গানটিকে রাজ‍্য সংগীত হিসেবে ঘোষণা করেন। যদিও বাম যুব নেতৃত্বের দাবি, মুখ‍্যমন্ত্রী গানটিকে বিকৃত করেছিলেন। কিন্তু ব্রিগেডের মঞ্চে অবিকৃত ভাবে গাওয়া হয়েছে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা গান।
যুবদের ব্রিগেডের দামামা বাজল ‘রাজ‍্য সংগীত’ দিয়ে
যুবদের ব্রিগেডের দামামা বাজল ‘রাজ‍্য সংগীত’ দিয়ে
advertisement

আরও পড়ুনঃ ব্রিগেডে লাল ঝান্ডার মেগা সমাবেশ! চারদিকে নিরাপত্তা, থাকছে কত পুলিশ? জানুন

১৯০৫ সালে ব্রিটিশের বঙ্গভঙ্গের প্রতিবাদে রবীন্দ্রনাথ ঠাকুর এই গানটি রচনা করেন। সেই লেখাকে স্বীকৃতি দিতেই এই গানটিকে রাজ্য সঙ্গীত হিসেবে ঘোষণা করে রাজ্য সরকার। গানটির শেষ দু’টি স্তবকে ‘বাঙালির পণ, বাঙালির আশা’ বা ‘বাঙালির প্রাণ, বাঙালির মন’ অংশটিকে ‘বাংলার’ করতে চেয়েছিলেন মুখ্যমন্ত্রী স্বয়ং। তবে, রবীন্দ্রনাথের গানে বদল নিয়ে অনেকের আপত্তি দেখে অবশ্য গানটি অবিকৃত রাখার কথাই বলে রাজ্য। এবার সেই গান দিয়েই শুভসূচনা হয় ব্রিগেডের।

advertisement

অপরদিকে, ব্রিগেডের মঞ্চের পিছনে দেখা গেল জাতীয় পতাকা। পোডিয়ামের ঠিক পিছনেই উড়ছে সেটি। বাম ব্রিগেডে এ দৃশ্য বেনজির। বিভিন্ন নেতার মুখে শুধু রাজ‍্য নয়, দেশকেও বাঁচানোর কথা বারবার উঠে এসেছে।

পার হয়ে গিয়েছে প্রায় ১৬ বছর। ২০০৮ সালের পর ২০২৪, ফের ডিওয়াইএফআইয়ের ডাকে সমাবেশ হচ্ছে ব্রিগেডে। গত ৫০ দিন ধরে জেলায় জেলায় ইনসাফ যাত্রা এবং ইনসাফ সমাবেশ সেরে চব্বিশের আগে প্রথম বড় জনসংযোগ কর্মসূচি বাম ছাত্র যুব সংগঠনের। রবিবাসরীয় ব্রিগেড লাল ঝান্ডায় ভরিয়ে দেওয়ার টার্গেট নিয়েছিলেন মীনাক্ষী মুখোপাধ্যায়রা।

advertisement

বাংলা খবর/ খবর/কলকাতা/
DYFI Brigade Rally: বাম-যুবদের ব্রিগেডে ‘রাজ্য সঙ্গীত’, উড়ছে দেশের তেরঙা! বেনজির দৃশ্যের কারণ কী?
Open in App
হোম
খবর
ফটো
লোকাল