বুধবার বিকেল সাড়ে চারটা থেকে প্রায় আধ ঘণ্টা ধরে ভার্চুয়াল বৈঠক করেন মুখ্য সচিব। সেখানে তিনি স্পষ্ট নির্দেশ দেন, সব ধরনের প্রস্তুতি রাখতে হবে। প্রয়োজনে ২৪ ঘণ্টা ব্যাপী কন্ট্রোল রুম চালু রাখতে হবে। পাশাপাশি ফ্লাড সেল্টারের ব্যবস্থা তৈরি রাখতে হবে, যাতে জরুরি পরিস্থিতি সামলানো যায়।
২০০ বারেরও বেশি সাপের কামড় ! শরীরে তৈরি হয়েছে এক ধরনের ‘সুপার ইমিউনিটি’! কে ইনি?
advertisement
পুলিশও নিরাপদ নন! ফাঁকা বাড়িতে পড়ে মহিলা কনস্টেবলের অনাবৃত দেহ! শরীর জুড়ে ক্ষত…
উত্তরবঙ্গকেও সতর্কবার্তা
শুধু দক্ষিণবঙ্গ নয়, উত্তরবঙ্গের ভারী বৃষ্টির পূর্বাভাস নিয়েও সতর্ক করা হয়েছে। বিশেষত আলিপুরদুয়ার ও জলপাইগুড়ির জেলাশাসকদের বিশেষভাবে নির্দেশ দেওয়া হয়েছে। উত্তরবঙ্গের প্রতিটি জেলায় এসডিও ও বিডিও অফিসে ২৪ ঘণ্টা কন্ট্রোল রুম চালু রাখতে হবে।
সেচ দফতরের জন্য বার্তা
নদীর বাঁধগুলির ওপর কড়া নজরদারি চালানোর নির্দেশ দেওয়া হয়েছে সেচ দফতরকে। বাঁধে কোথাও ক্ষতি বা ফাটল থাকলে এখনই জরুরি ভিত্তিতে মেরামতি করতে হবে বলে জানিয়েছেন মুখ্য সচিব।
অন্যান্য দিকেও নজর
এছাড়া প্রতিটি জেলায় দুর্গাপুজো-পরবর্তী কার্নিভালও সুষ্ঠুভাবে সম্পন্ন করতে হবে। সেই দিকেও বিশেষ নজর রাখতে হবে বলে বৈঠকে স্পষ্ট নির্দেশ দেন মুখ্য সচিব।