রাজ্যকে আগে না জানিয়েই জল ছাড়া হয়েছে ডিভিসির পক্ষ থেকে। সেচ দফতরের সচিবকে এর প্রতিবাদ জানানোর নির্দেশ মুখ্য সচিবের বলেই নবান্ন সূত্রে খবর। মুখ্য সচিবের নির্দেশে ডিভিসিকে প্রতিবাদ জানাল সেচ দফতরের সচিব।
advertisement
রাজ্যের পক্ষ থেকে বারংবার বলা সত্ত্বেও কেন না জানিয়ে আগে থেকে জল ছেড়ে দিল ডিভিসি? সেচ দফতরের সচিব প্রতিবাদ জানাল ডিভিসিকে। জল ছাড়ার আগে রাজ্যকে ফের জানানোর নির্দেশ ডিভিসিকে বলেই নবান্ন সূত্রে খবর।
আরও পড়ুন: ঠান্ডা পানীয় খাইয়ে অচৈতন্য করে…ধ*র্ষণের অভিযোগ! কসবার পর এবার IIM জোকা, আটক দ্বিতীয় বর্ষের ছাত্র
প্রসঙ্গত, ডিভিসির জল ছাড়ায় ফলে নদীতে বেড়েছে জলস্তর। গতকাল, শুক্রবার প্রায় এক ঘণ্টা নবান্নে বন্যা নিয়ে জেলাশাসকদের নিয়ে বৈঠক করেন মুখ্যসচিব। নদীগুলির জলস্তর নিয়ে সতর্ক থাকার নির্দেশ জেলাশাসকদের। জেলাশাসকদের পাশাপাশি ডিভিসি-কেও সতর্ক করল রাজ্য।
