উত্তর-পূর্ব বঙ্গোপসাগর এবং পূর্ব মধ্য বঙ্গোপসাগরে শনিবার তৈরি হচ্ছে একটি ঘূর্ণাবর্ত। এই ঘূর্ণাবর্ত শক্তিশালী হবে। দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগরে বর্তমানে একটি ঘূর্ণাবর্ত রয়েছে। এটি মিশে যাবে পূর্ব মধ্য বঙ্গোপসাগরের ঘূর্ণাবর্তের সঙ্গে। এর ফলে রবিবার পূর্ব মধ্য বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্ত নিম্নচাপে পরিণত হওয়ার প্রবল সম্ভাবনা। এর ফলে বৃষ্টির সম্ভাবনা বাড়বে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে।
কলকাতায় মূলত মেঘলা আকাশ। পরে আংশিক মেঘলা আকাশ ৷ বজ্রবিদ্যুৎ-সহ দু’এক পশলা বৃষ্টির সম্ভাবনা। বাতাসে জলীয় বাষ্প থাকায় আর্দ্রতা জনিত অস্বস্তি থাকবে। আগামী ২৪ ঘণ্টায় তাপমাত্রা থাকবে ২৭ ডিগ্রি সেলসিয়াস থেকে ৩৪ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে।
advertisement
আরও পড়ুন- গরু পাচার মামলায় রাজ্য পুলিশের তদন্তে ‘না’ আদালতের, রায়কে স্বাগত জানালেন শুভেন্দু
আজ, শুক্রবার সকালে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৭.৪ ডিগ্রি সেলসিয়াস। স্বাভাবিকের থেকে যা ২ ডিগ্রি বেশি। গতকাল, বৃহস্পতিবার বিকেলে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৩.৮ ডিগ্রি সেলসিয়াস। স্বাভাবিকের থেকে যা এক ডিগ্রি বেশি। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ ৫৭ থেকে ৯১ শতাংশ। বৃষ্টি হয়নি।
কলকাতার আবহাওয়া
পঞ্চমী ও ষষ্ঠীতে আংশিক মেঘলা আকাশ। আর্দ্রতা জনিত অস্বস্তি বাড়বে। বিক্ষিপ্তভাবে দু-এক পশলা বৃষ্টির সম্ভাবনা। বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে।সপ্তমী থেকে পুরোপুরি মেঘলা আকাশ দশমী পর্যন্ত। সপ্তমী ও অষ্টমী দু’দিনই মাঝারি মাপের বৃষ্টি হতে পারে। উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা সংলগ্ন কলকাতার অংশে দু-এক পশলা ভারী বৃষ্টিও হতে পারে। নবমী ও দশমীতে হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা। তাপমাত্রা কিছুটা কমবে অষ্টমী থেকে।
দক্ষিণবঙ্গের আবহাওয়া
পঞ্চমী ও ষষ্ঠীতে বিক্ষিপ্তভাবে হালকা মাঝারি বৃষ্টি। বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে। শনিবার দুপুর বা বিকেল পর্যন্ত আর্দ্রতাজনিত অস্বস্তি ক্রমশ বাড়বে।
সপ্তমীতে ভারী বৃষ্টির সম্ভাবনা চার থেকে পাঁচ জেলায়। উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং কিছুটা ঝাড়গ্রামে ভারী বৃষ্টি হতে পারে। দক্ষিণবঙ্গের বাকি জেলায় মাঝারি মাপের কয়েক পশলা বৃষ্টির সম্ভাবনা। পুরোপুরি মেঘলা আকাশ।
অষ্টমীতেও ভারী বৃষ্টির সম্ভাবনা। মূলত পশ্চিমের জেলাগুলিতে পূর্ব ও পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম পুরুলিয়া ও বাঁকুড়াতে ভারী বৃষ্টির সম্ভাবনা। দক্ষিণবঙ্গের অন্য জেলাতেও মাঝারি মাপের বৃষ্টির সম্ভাবনা। দিনভর মেঘলা আকাশ।
নবমী ও দশমীতে হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা। দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে। মেঘলা আকাশ থাকবে। কোথাও কোথাও আংশিক মেঘলা আকাশ দশমীতে।
উত্তরবঙ্গের আবহাওয়া
উত্তরবঙ্গে রবিবার পর্যন্ত বজ্রবিদ্যুৎ-সহ হালকা বৃষ্টির সম্ভাবনা। গরম এবং আর্দ্রতা জনিত অস্বস্তি দুটোই বাড়বে রবিবার পর্যন্ত। অর্থাৎ সপ্তমী পর্যন্ত বৃষ্টি কম থাকবে উত্তরবঙ্গে। অষ্টমী থেকে বৃষ্টি বাড়বে ৷ উত্তরবঙ্গের জেলাগুলিতে মূলত হালকা থেকে মাঝারি বৃষ্টি। মেঘলা আকাশের সম্ভাবনা উত্তরবঙ্গের জেলাগুলিতে। নবমীতে বৃষ্টি আরও একটু বাড়তে পারে। উপরের দিকে দু এক জেলায় ভারী বৃষ্টিরও সম্ভাবনা থাকবে। দশমী পর্যন্ত বৃষ্টি চলবে উত্তরবঙ্গের জেলাগুলিতেও।
শনিবার উত্তর-পূর্ব ও পূর্ব মধ্য বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্ত তৈরি হতে পারে। এই ঘূর্ণাবর্ত নিম্নচাপে পরিণত হবে। এছাড়াও একটি পূর্ব-পশ্চিম অক্ষরেখা রয়েছে পূর্ব মধ্য বঙ্গোপসাগর থেকে কর্ণাটক উপকূল পর্যন্ত। যেখানে অন্ধ্রপ্রদেশ উপকূলে পশ্চিম মধ্য বঙ্গোপসাগরে আরও একটি ঘূর্ণাবর্ত রয়েছে।
রবি ও সোমবার গাঙ্গেয় পশ্চিমবঙ্গে ভারী বৃষ্টির সম্ভাবনা। সোমবার ঝাড়খণ্ডে ভারী বৃষ্টির পূর্বাভাস। অসম, মেঘালয়, নাগাল্যান্ড, মণিপুর মিজোরাম এবং ত্রিপুরাতে রবিবার থেকে মঙ্গলবার পর্যন্ত ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে।