আরও পড়ুন- শুভ গণেশ চতুর্থী: গণপতি বাপ্পা মোরিয়া! জানেন, কী অর্থ এই 'মোরিয়া' শব্দের!
বৃহস্পতিবার বেলা ২ টো নাগাদ এই বর্ণাঢ্য শোভাযাত্রা শুরু হবে জোড়াসাঁকো থেকে। শেষ হবে রেড রোডে। মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, কলকাতা শহরের সাতটি ওয়ার্ডের মধ্যে দিয়ে এই মিছিল যাবে। রেড রোডে অতিথিদের জন্য আসনের ব্যবস্থা করা হয়েছে। নবান্ন সূত্রের খব, মুখ্যমন্ত্রীর সঙ্গে এই মিছিলে হাঁটবেন শিল্পী, সাহিত্যিক, ক্রীড়া ও সংস্কৃতি জগতের বিশিষ্টজনরা। মহামিছিলকে ঘিরে পুলিশি নিরাপত্তা ব্যবস্থাও হয়েছে ঢালাও। বুধবার রাত থেকেই বেশ কয়েকটি রাস্তায় যান চলাচল নিয়ন্ত্রিত হবে। মিছিলের শেষে সম্বর্ধনা অনুষ্ঠান হবে রেড রোডের বিশাল মঞ্চে। লালবাজার সূত্রের খবর, গোটা নিরাপত্তার দায়িত্বে থাকবেন কলকাতা পুলিশের স্পেশাল কমিশনার দময়ন্তী সেন।
advertisement
আরও পড়ুন- প্রয়াত কংগ্রেস সুপ্রিমো সনিয়া গান্ধির মা! শেষকৃত্য সম্পন্ন হল ইতালিতেই
৫৫টি পুলিশ পিকেট থাকবে মিছিলের পথে। শহরের ২১ টি গুরুত্বপূর্ণ রাস্তায় যান চলাচলে বদল আনা হচ্ছে। সকাল ৯ টা থেকে দুপুর ৩ টে পর্যন্ত চিত্তরঞ্জন অ্যাভিনিউতে যান চলচল বন্ধ থাকবে। গাড়িগুলিকে ঘুরিয়ে দেওয়া হবে শ্যামবাজার পাঁচমাথার মোড়ের দিকে। এপিসি রোড, এজিসি বোস রোড হয়ে যেতে হবে গাড়ি। লালবাজার সূত্রের খবর, সেন্ট্রাল অ্যাভিনিউয়ের হাওড়াগামী দিক খোলা থাকবে। আচার্য প্রফুল্লচন্দ্র রায় রোড ও আচার্য জগদীশচন্দ্র বসু রোডের একাংশ খোলা থাকবে, যাতে শিয়ালদহগামী গাড়ি চলাচল করবে। ২২ জন ডিসি ও ৪০ জন এসি পদমর্যাদার পুলিশ আধিকারিক মিছিলের দায়িত্বে রইবেন।