TRENDING:

Durga Puja Carnival: শুরু হয়ে গেল দুর্গাপুজোর কার্নিভাল, রাঙা রেড রোড, মঞ্চে মুখ্যমন্ত্রী

Last Updated:

শেষ দু-বছর অতিমারি পরিস্থিতিতে আয়োজন করা যায়নি দূর্গাপুজার সবথেকে বড় কার্নিভাল।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#কলকাতা: শুরু হয়ে গেল রেড রোডে দুর্গাপুজোর এ বারে কার্নিভাল৷ কার্নিভালের মঞ্চে উপস্থিত রয়েছেন মুখ্যমন্ত্রী-সহ বিশিষ্টজনেরা৷ রয়েছেন বিদেশের অতিথি, টলিপাড়ার অতিথিরা৷ মূল মঞ্চের জন্য বিশেষ ব্যবস্থা রয়েছে আজ, রয়েছে কড়া নিরাপত্তা৷  সেখানে একের পর এক পুজোর মণ্ডপ তাঁদের প্রতিমা নিয়ে হাজির হচ্ছে এ বারে কার্নিভালে৷ বিশ্ববাংলার পুরস্কার প্রাপ্ত সেরার সেরা প্রতিমাগুলি এসেছে এবারের কার্নিভালে৷ সব মিলিয়ে জমকালো পরিস্থিতি রেড রোডে৷
advertisement

শেষ দু-বছর অতিমারি পরিস্থিতিতে আয়োজন করা যায়নি দূর্গাপুজার সবথেকে বড় কার্নিভাল। তবে এ বছর পরিস্থিতি স্বাভাবিক হতেই কার্নিভালের প্রস্তুতি জোরকদমে চলেছে। কার্নিভাল শুরুর আগেই সকাল থেকেই শহরের বিভিন্ন অংশ থেকে আসতেও শুরু করে দিয়েছে বিভিন্ন ট্যাবলো। গোটা কলকাতার সমস্ত বড় পুজোকে এক মঞ্চ থেকে দেখতে মানুষের ভিড়ও এবছর রেকর্ড করতে চলেছে বলে দাবি সরকারি সূত্রে।

advertisement

আরও পড়ুনঃ নেই একডালিয়া, টালা! একাধিক গাইডলাইন পুলিশের, এক নজরে রেড রোড পুজো কার্নিভাল

পুজো কমিটিগুলোর পাশাপশি বিপুল জনসমাগম হতে চলেছে আজ। তাই রেড রোড সংলগ্ন অঞ্চলে নিরাপত্তাও যথেষ্ট আঁটোসাঁটো করা হয়েছে। প্রায় দু হাজার পুলিশ কর্মী সমস্ত নিরাপত্তা ব্যবস্থাপনার দায়িত্ব সামলাবেন। গোটা ময়দান অঞ্চলকে মোট ১২টি জোনে ভাগ করা হয়েছে। প্রত্যেকটি জোনের দায়িত্বে থাকবেন একজন করে ডেপুটি কমিশনার পদমর্যাদার অফিসার।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

কার্নিভাল যেখানে চলবে অর্থাৎ রেড রোডের অংশের দায়িত্বে থাকবেন ডিসি সেন্ট্রাল এবং ডিসি সাইবার। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে যান নিয়ন্ত্রণ করা শুরু হবে রেড রোড সংলগ্ন বেশ কিছু রাস্তায়। এ ছাড়া ৮টি ওয়াচ টাওয়ার, ১০টি সহায়তা কেন্দ্র এবং ৫টি কুইক রেসপন্স টিম প্রস্তুত রাখা হয়েছে।

বাংলা খবর/ খবর/কলকাতা/
Durga Puja Carnival: শুরু হয়ে গেল দুর্গাপুজোর কার্নিভাল, রাঙা রেড রোড, মঞ্চে মুখ্যমন্ত্রী
Open in App
হোম
খবর
ফটো
লোকাল