আরও পড়ুনঃ বাঁধভাঙা ভিড়! দশমীর পরও সন্তোষ মিত্র স্কোয়ার খোলা রাখার সিদ্ধান্ত কর্তৃপক্ষের
নির্দেশিকা অনুসারে, ২৭ অক্টোবর রেড রোডের আশেপাশের একাধিক রাস্তায় নিয়ন্ত্রণ করা হবে যানচলাচল। ২৭ অক্টোবর রাত ১২টা থেকে রেড রোড বন্ধ করে দেওয়া হবে। সকাল ৯টা থেকে ২টো পর্যন্ত সেখানে যানচলাচল নিয়ন্ত্রণ করবে পুলিশ। এরপর যতক্ষণ না পর্যন্ত কার্নিভাল শেষ হচ্ছে ততক্ষণ রেড রোডে যানচলাচল বন্ধ থাকবে। এই দিনে এজেসি বোস রোডের এক্সাইড মোড় থেকে শুরু করে হেস্টিংস ক্রসিং পর্যন্ত রাস্তাটি দুপুর ১২টা থেকে বিকেল ৩টে পর্যন্ত পণ্যবাহী গাড়ি যাতায়াত বন্ধ থাকবে। তার পাশাপাশি লাভার্স লেন, রেড রোড, নিউ রোড, ডাফরিন রোডেও পণ্যবাহী গাড়ি যাতায়াত বন্ধ থাকবে। তবে ৩টের পর এই নিষেধাজ্ঞা উঠে যাবে।
advertisement
বিভিন্ন কিছু রাস্তার কথা নির্দেশিকায় বলা আছে যা সাধারণ মানুষ কার্নিভালে আসার জন্য ব্যবহার করতে পারে। এদিন এডেসি বোড রোড, মেয়ো রোড, জহরলাল নেহরু রোড ধরে প্রবেশ করতে পারবেন সাধারণ মানুষ। পাশাপাশি মেট্রোযাত্রীদের ধর্মতলা এবং পার্ক স্ট্রিটে নেমে নির্দিষ্ট রাস্তা দিয়ে রেড রোডে পৌঁছতে হবে। তবে, কার্নিভাল শেষ না হওয়া পর্যন্ত মেয়ো রোড, হেয়ার স্ট্রিট. ক্যাথিড্রাল রোডে পার্কিং বন্ধ থাকবে।