Durga Puja 2023: বাঁধভাঙা ভিড়! দশমীর পরও সন্তোষ মিত্র স্কোয়ার খোলা রাখার সিদ্ধান্ত কর্তৃপক্ষের

Last Updated:

এ বছর সন্তোষ মিত্র স্কয়্যারের পুজোর উদ্বোধনে এসেছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ৷ সপ্তমীতে পুজো দেখতে এসেছিলেন বিজেপি-র সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডা৷

দশমীতেও ‘রামমন্দিরে’ জনজোয়ার!
দশমীতেও ‘রামমন্দিরে’ জনজোয়ার!
কলকাতাঃ পুজো শেষ হলেও ঠাকুর দেখার রেশ কাটেনি এখনও। গতকাল, দশমীতেও কলকাতায় ঠাকুর দেখার ভিড় ছিল চোখে পড়ার মত। এবার কলকাতার বহু ঠাকুর দেখতে দূর-দুরান্ত থেকে লোক এসেছে। তার মধ‍্যে অন‍্যতম সন্তোষ মিত্র স্কোয়ারের ‘রাম মন্দির’। এ বছর সন্তোষ মিত্র স্কয়্যারের পুজোর উদ্বোধনে এসেছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ৷ সপ্তমীতে পুজো দেখতে এসেছিলেন বিজেপি-র সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডা৷
আরও পড়ুনঃ বিজয়া দশমী থেকেই দিন গোনা শুরু ২০২৪-এর দুর্গাপুজোর! ২০২৪-এর দুর্গাপুজোর দিনক্ষণ জানুন এক ক্লিকই
তবে, এই পুজো নিয়ে বারবার বিতর্কও হয়েছে। বাঁধভাঙা ভিড়। আর সেই ভিড়ের চাপেই সন্তোষ মিত্র স্কয়্যারে দর্শনার্থীদের প্রবেশ বন্ধ করে দিল পুলিশ৷ এমনই দাবি করেছেন সন্তোষ মিত্র স্কয়্যারের প্রধান কর্মকর্তা তথা বিজেপি কাউন্সিলর সজল ঘোষ৷ তাঁর অভিযোগ, পুজো কমিটির সঙ্গে কোনও কথা না বলেই বিকেল থেকে উদ্দেশ্যপ্রণোদিত ভাবে সন্তোষ মিত্র স্কয়্যারের মণ্ডপে দর্শনার্থীদের ঢুকতে দিচ্ছে না পুলিশ।
advertisement
advertisement
রীতিমত, সব বাঁধা উপেক্ষা করেই ঠাকুর দেখেছে দর্শনার্থীরা। তবে, বহু মানুষ যাঁরা ঠাকুর দেখতে পারেননি তাঁদের জন‍্য সুখবর। সন্তোষ মিত্র স্কোয়ারের পুজো কমিটির সম্পাদক ও বিজেপি কাউন্সিলর সজল ঘোষ বলেন, ‘২৬ অক্টোবর দ্বাদশী অবধি আমাদের পুজো মণ্ডপ খোলা রয়েছে। দ্বাদশী অবধি দর্শনার্থীরা মণ্ডপ ও প্রতিমা দর্শন করতে পারবেন। দ্বাদশীর দিনই আমরা প্রতিমা বিসর্জন দেব।’
বাংলা খবর/ খবর/কলকাতা/
Durga Puja 2023: বাঁধভাঙা ভিড়! দশমীর পরও সন্তোষ মিত্র স্কোয়ার খোলা রাখার সিদ্ধান্ত কর্তৃপক্ষের
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement