কার্নিভাল স্পেশ্যাল বাস পরিষেবা –
হাওড়া স্টেশন, ডানলপ, বেহালা, এয়ারপোর্ট, ঠাকুরপুকুর, শিয়ালদহ থেকে। এছাড়া একাধিক রুটে বাস বাড়ানো হচ্ছে।
২ টো এস-৫ বাস চলবে এসপ্ল্যানেড-গড়িয়ার মধ্যে।
২ টো এস-১২ বাস চলবে এসপ্ল্যানেড-নিউ টাউনের মধ্যে।
২ টো এস-৯এ বাস চলবে এসপ্ল্যানেড-ডানলপের মধ্যে।
হাওড়া-গড়িয়ার মধ্যে চলাচল করবে দুটো এস-৭ বাস।
advertisement
একটি এসি-৬ বাস চলবে হাওড়া থেকে ইডেন গার্ডেন্স হয়ে গড়িয়া পর্যন্ত।
দু’টি এস-২৪ বাস চলবে এসপ্ল্যানেড-পাটুলির মধ্যে।
২টো ই-১ বাস চলবে এসপ্ল্যানেড-যাদবপুরের মধ্যে।
এস-১০ নম্বরের ২’টো বাস চলবে এয়ারপোর্ট থেকে নবান্ন পর্যন্ত।
১টা এস-১২ডি বাস চালানো হবে এসপ্ল্যানেড থেকে ঠাকুরপুকুরের মধ্যে। আমতলা থেকে এসপ্ল্যানেডের মধ্যে ২’টো এসি-৫২ বাস চালু থাকবে ওই সময়ে।
এসপ্ল্যানেড-গড়িয়ার মধ্যে ২’টো এসি-৫ বাস চালানো হবে।
এসপ্ল্যানেড থেকে বেহালা পর্ণশ্রী পর্যন্ত ১’টা ই-৪ বাস চালানো হবে।
আরও পড়ুন-রোম্যান্সে চরম আপত্তি, ‘কুছ কুছ হোতা হ্যায়’ নিয়ে বিরক্ত ছিলেন শাহরুখ! ২৫ বছর পর সত্য ফাঁস পরিচালকের
কার্নিভাল স্পেশ্যাল রেল পরিষেবা –
হাওড়া ও শিয়ালদহ থেকে রাতের ট্রেনের সংখ্যা কয়েক জোড়া বাড়ানো হচ্ছে। আগামীকাল সারা দিনে ২৩৪টির বদলে ২৫২টি ট্রেন চালানো হবে। কাল সকালে নির্ধারিত ৬টা ৫০ মিনিটে পরিষেবা শুরু হবে। তবে, দুই প্রান্তিক স্টেশন থেকে রাতের শেষ ট্রেন ছাড়ার সময়সূচি বেশ খানিকটা পিছিয়ে দেওয়া হয়েছে।
কার্নিভাল স্পেশ্যাল মেট্রো পরিষেবা-
মেট্রো সূত্রে জানা গিয়েছে, কাল দক্ষিণেশ্বর থেকে রাতের অন্তিম ট্রেন ছাড়বে ১০টা ৫৮ মিনিটে। দমদম থেকে কবি সুভাষ অভিমুখে অন্তিম ট্রেন ছাড়বে রাত ১১টা ১০ মিনিটে। একই ভাবে, কবি সুভাষ থেকে দমদমের উদ্দেশেও শেষ ট্রেন ছাড়বে ১১টা ১০ মিনিটে। প্রায় মাঝরাত অতিক্রম করে মেট্রো পরিষেবা চালু থাকবে ওই দিন।
এছাড়াও রাস্তায় ট্যাক্সি, অ্যাপ-ক্যাব, বাইক ট্যাক্সি থাকবে।এসপ্ল্যানেড, এয়ারপোর্ট, ডানলপ, যাদবপুর, হাওড়া স্টেশন, শিয়ালদহ স্টেশন, বালিগঞ্জ স্টেশনে যাতায়াতের জন্য। ভেসেল রাত ৮ অবধি চলবে। বাবুঘাট, ফেয়ারলি, শিপিং, মিলেনিয়াম জেটিতে ভেসেলের সংখ্যাও বাড়বে।