Shah Rukh Khan: রোম্যান্সে চরম আপত্তি, 'কুছ কুছ হোতা হ্যায়' নিয়ে বিরক্ত ছিলেন শাহরুখ! ২৫ বছর পর সত্য ফাঁস পরিচালকের

Last Updated:

Shah Rukh Khan: শাহরুখ বরাবরই অ্যাকশন হিরো হতে চেয়েছেন, কিন্তু তাঁর নিষ্পাপ চোখ আর মিষ্টি হাসি তাঁকে বার বার টেনে নিয়ে গিয়েছে রোমান্সের দিকে।

'কুছ কুছ হোতা হ্যায়' নিয়ে বিরক্ত ছিলেন শাহরুখ!
'কুছ কুছ হোতা হ্যায়' নিয়ে বিরক্ত ছিলেন শাহরুখ!
মুম্বই: তাঁর টোল পড়া গাল, নিষ্পাপ চোখ আর দু’হাত বাড়িয়ে থাকা ভঙ্গির প্রেমে পড়েননি এমন মানুষ পাওয়া বোধহয় দুষ্কর। তিন দশকেরও বেশি সময় ধরে চলছে তাঁর রাজত্ব। অথচ, এই প্রেমেই তাঁর কোনও আগ্রহ নেই। সেকথা বারবার বলেছেন নিজে। এবার মুখ খুললেন স্বয়ং করণ জোহর।
কথা হচ্ছে শাহরুখ খানকে নিয়ে। শাহরুখ বরাবরই অ্যাকশন হিরো হতে চেয়েছেন, কিন্তু তাঁর নিষ্পাপ চোখ আর মিষ্টি হাসি তাঁকে বার বার টেনে নিয়ে গিয়েছে রোমান্সের দিকে।করণ জোহর সম্প্রতি এক নতুন পডকাস্টে জানিয়েছেন ‘কুছ কুছ হোতা হ্যায়’-এর অভিজ্ঞতা। তিনি স্পষ্টই বলেছেন, এই ছবিটি নিয়ে খুবই বিরক্ত ছিলেন শাহরুখ। শুটিং চলার সময়ই সেই বিরক্তি বার বার প্রকাশ করেছেন সুপারস্টার।
advertisement
আরও পড়ুন-‘রণবীর সিং নয়, কাপুরের সঙ্গেই আমাকে ভাল মানায়’, দীপিকার মন্তব্যে তোলপাড়, তবে কি আবারও…
advertisement
সকলেই জানেন, শাহরুখ অ্যাকশন খুঁজতেন। চলতি বছরের শুরুতে আদিত্য চোপড়াও তাঁর ‘দ্য রোমান্টিক ডকুমেন্টারি’-তে জানিয়েছেন অ্যাকশন হিরো হিসেবে কেরিয়ার গড়তে চেয়েছিলেন এসআরকে। রোমান্টিক নায়ক হিসেবে নিজেকে গড়ে তুলতে মোটেও আগ্রহী ছিলেন না। এক ধাপ এগিয়ে করণ সাফ জানিয়েছেন, এসআরকে ‘লাভ স্টোরি’ বিষয়টাকেই ঘৃণা করতেন।
advertisement
আরও পড়ুন-ফোনের চার্জ শেষ? এবার চার্জার ছাড়াই নিমেষে হবে মোবাইল চার্জ! রইল ৩ ম্যাজিক টিপস
ওই পডকাস্ট শো-তে করণ বলেছেন, ‘শাহরুখ লাভ স্টোরি অপছন্দ করতেন। তিনি শুধু অ্যাকশন ছবিতে থাকতে চেয়েছিলেন। তিনি চাননি আদি (আদিত্য চোপড়া) দিলওয়ালে (দিলওয়ালে দুলহানিয়া লে যায়েঙ্গে) তৈরি করুক। আমি ‘কুছ কুছ হোতা হ্যায়’ বানাচ্ছি শুনেও বিরক্ত হয়েছেন।’ যদিও করণ জানিয়েছেন, পরে আর শাহরুখ আপত্তি করেননি, কারণ ওই ছবিগুলি ভাল বাণিজ্য দিয়েছে। আর শাহরুখ এমনই একজন ব্যক্তি যিনি সব সময় সব কাজে শ্রদ্ধা রাখেন। হয়তো তাঁর মনে হয়েছিল যদি রোমান্সেই সাফল্য আসে, তাহলে তাই আসুক।
advertisement
করণের কথায় এসেছে শাহরুখের চোখের প্রসঙ্গও। হাজার নর-নারী সেই চোখের প্রেমে পড়ে। করণ বলেন, ‘চোখ দিয়ে লক্ষ লক্ষ প্রেমের যুদ্ধ জিতে আসতে পারে শাহরুখ। সে যেন ঈশ্বরের চোখ। মহিলা হোন বা পুরুষ, যে কেউ দুর্বল হয়ে পড়েন।’কোনও আবেগঘন বা রোমান্টিক দৃশ্য অভিনয় করতে গেলে স্বতঃস্ফূর্ত ভাবে কেঁদে ফেলেন শাহরুখ। ভক্তরা ভাবেন এই শুরু হল প্রেমের গল্প।করণ জোহরের পরিচালক জীবন শুরুই হয়েছিল ‘কুছ কুছ হোতা হ্যায়’ দিয়ে। এই ছবিটি সম্প্রতি পার করেছে ২৫ বছর। আর সেই কারণেই শাহরুখের প্রতি নিজের কৃতজ্ঞতা জানিয়েছেন করণ। তাঁর পরিচালক জীবন শুরু করার পিছনে কিং খানের অবদান কম নয় বলেই তিনি মনে করেন।
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
Shah Rukh Khan: রোম্যান্সে চরম আপত্তি, 'কুছ কুছ হোতা হ্যায়' নিয়ে বিরক্ত ছিলেন শাহরুখ! ২৫ বছর পর সত্য ফাঁস পরিচালকের
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement