Nestle NANGROW-র এখনকার মূল ভাবনা — No to Oh with Nestlé NANGROW এই পুজোয় এক সাংস্কৃতিক ঐতিহ্যের আলোয় নতুন করে সেই বার্তা তুলে ধরা হল। এই প্রথমবার, ধুনুচি নাচকে Nestlé NANGROW রাঙিয়ে দিল ছোট্টদের দুষ্টুমি আর অ্যাডভেঞ্চারের রঙে।
advertisement
পুজোর বড় মঞ্চে ছোটদেরও জায়গা করে দিতে, আর তাদের বেড়ে সাত রকম লক্ষণ বাঁ 7 signs of growth-কে সেলিব্রেট করতে, Nestlé NANGROW তৈরি করেছে Dhunuchi Junior — এক মজাদার, অভিনব, বাচ্চাদের জন্য নিরাপদ ধুনুচি, যা চলে জলের সাহায্যে, আর বানানো হয়েছে একেবারে বাচ্চাদের কথা ভেবে। এই প্রথমবার, বাচ্চারা বাবা-মায়ের হাত ধরে অংশ নিয়েছে ঐতিহ্যবাহী ধুনুচি নাচে আর উৎসবে যোগ করেছে এক নতুন ছন্দ।
বেড়ে ওঠার সাতকাহন
শিশুর শরীর ও মনের সঠিক বিকাশের জন্য সঠিক পুষ্টির কোনও বিকল্প নেই। তাই Nestlé NANGROW-এ আছে DHA, Whey Protein, Vitamin D আরও অনেক জরুরি পুষ্টি উপাদান, যা বাচ্চাদের 7 signs of growth –এ সাহায্য করে।
আহিরিটোলা সর্বজনীনে জমজমাট পঞ্চমী
২৭শে সেপ্টেম্বর, পঞ্চমীর বিকেল ৫টা। উত্তর কলকাতার আহিরীটোলা সর্বজনীনের প্যান্ডেলে তখন ঢাকের তালে তালে আছড়ে পড়ছে জনসমুদ্র । দর্শকেরা অপেক্ষা করছেন এক ‘first-ever’ মুহূর্তের জন্য – যখন ৫ জন শিশু আর তাদের মা-বাবা একসঙ্গে ধুনুচি নাচে মাতিয়ে তুলবেন মঞ্চ।
শুরু হল ঢাকের বাদ্যি, আলো পড়ল মঞ্চে, আর ছোট্ট পা-গুলো তাল মেলাতে লাগল সেই চিরাচরিত ছন্দে, ছোট্ট ধুনুচি হাতে নিয়ে। মা-বাবার সঙ্গে মিলিয়ে একেকটা স্টেপ, একেকটা হাসিতে ঐতিহ্য আর নতুন প্রজন্মের উচ্ছ্বাস মিলেমিশে একাকার হয়ে গেল। দর্শকদের হাততালি, উল্লাস – সব মিলিয়ে এক তৈরি হল অসাধারণ আবহ।
ট্রেন্ড আর ট্র্যাডিশনের হাত মেলানো
দুর্গাপুজো শুধু সাজসজ্জা আর আচার-অনুষ্ঠানের মধ্যে সীমাবদ্ধ নয়। এখানে পুরনো ঐতিহ্য মিশে যায় নতুন সম্ভাবনার সঙ্গে। সেই সম্ভাবনার মোড়ে দাঁড়িয়ে Nestlé NANGROW ভেবেছে এক নতুন দিক — এমন এক ধুনুচি নাচ, যেখানে বয়সের দেয়াল ভেঙে যায়।
‘No’ থেকে ‘Oh’
প্রতিটি বাচ্চারই স্বপ্ন থাকে ধোঁয়া ওঠা ধুনুচি হাতে নিয়ে ঢাকের তালে তালে নাচার। কিন্তু সাবধানী বাবা-মায়েদের কাছ থেকে শোনা যায় জোরালো ‘না’। Nestlé NANGROW-এর বিশেষ উদ্যোগ Dhunuchi Junior সেই ‘না’-কে বদলে দিয়েছে অবাক করা ‘হ্যাঁ!’-তে।