গতকাল ছিল কালীপুজোর ভাসান। বহু এলাকায় ভাসানের সময় শোভাযাত্রারও আয়োজন করা হয়েছিল। সেখানেই ছোড়া হচ্ছিল এনতার চকোলেট বোম। তার প্রতিবাদ করাতেই শুরু হয় বিপত্তি। ১৪ বছরের সন্তানের সামনে রাস্তায় ফেলে দম্পতিকে মারধরের অভিযোগ। প্রাণ বাঁচাতে ফ্ল্যাটে ঢুকতে চাইলে সিঁড়িতেই মহিলাকে ‘যৌন নিগ্রহ’ করা হয় বলে অভিযোগ। কোলাপসিবল গেট ভেঙে ঘরে ঢুকে শাসায় দুষ্কৃতীরা। রাস্তা থেকেও ফ্ল্যাট লক্ষ্য করে ছোড়া হয় ইট। শহর কলকাতার বুকে এহেন ভয়ঙ্কর ঘটনায় তুমুল উত্তেজনা ছড়িয়েছে।
advertisement
অভিযোগকারীরা জানিয়েছেন, ১০০ ডায়ালে ফোন করে মেলে সাহায্য। বাঘাযতীন স্টেট জেনারেল হাসপাতালে মেডিক্যাল পরীক্ষার জন্য গেলে সেখানেও শাসায় দুষ্কৃতীরা। মেডিক্যাল পরীক্ষা না করানোর চাপ দিতে থাকে অভিযুক্তরা। পরে অবশ্য মেডিক্যাল পরীক্ষা হয় এম আর বাঙুর হাসপাতালে। এখনও পর্যন্ত লিখিত অভিযোগ দায়ের হয়নি থানায়। তদন্ত চলছে।
