গত ১০ সেপ্টেম্বর অর্জুন সিং-এর বিরুদ্ধে ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের বিভিন্ন থানায় একদিনেই ১০টি এফআইআর দায়ের হয়। সম্প্রতি নেপালের গণঅভ্যুত্থান প্রসঙ্গে মন্তব্য করতে গিয়ে বাংলা প্রসঙ্গ টেনে সরকার ফেলে দেওয়ার ইঙ্গিত দেন তিনি—এর পরেই শুরু হয় আইনি ঝড়।
মিটিংয়ে ফেঁসে গেছি…নিড হেল্প!’ DM-এর মেসেজ পেয়ে ঘাবড়ে যান আধিকারিকরা, তড়িঘড়ি এসেই সর্বনাশ, এ কী হল?
advertisement
তবে এখানেই শেষ নয়। এই সময়কালে নানা ইস্যুতে ব্যারাকপুর কমিশনারেটের অন্তর্গত একাধিক থানায় মোট ৫৬টি অভিযোগ দায়ের হয় বিজেপি নেতার বিরুদ্ধে। এই সমস্ত FIR-এর বিরুদ্ধে হাইকোর্টে চ্যালেঞ্জ জানান অর্জুন সিং।
মঙ্গলবারের শুনানিতে আদালত জানায়, এই সব মামলার কোনোটিতেই আপাতত পুলিশ গ্রেফতার বা অন্য কোনও কড়া পদক্ষেপ নিতে পারবে না। কার্যত আদালতের এই নির্দেশেই আপাতত বড় ‘রক্ষাকবচ’ পেলেন বিজেপি নেতা।
এদিকে, যেসব মামলায় অর্জুন সিং সুপ্রিম কোর্টে স্বস্তি পাননি, সেই সব ক্ষেত্রেও আগামী ৬ সপ্তাহের মধ্যে আগাম জামিন নেওয়ার সুযোগ পাবেন তিনি। এই সময়সীমার মধ্যে গ্রেফতার করা যাবে না তাঁকে। অর্থাৎ, অন্তত নভেম্বরের ১০ তারিখ পর্যন্ত হাইকোর্টের রায়ে স্বস্তির নিশ্বাস ব্যারাকপুরের প্রাক্তন সাংসদের।
