আরও পড়ুনঃ দক্ষিণের পর উত্তর! ভারী বৃষ্টি ৪ জেলায় সঙ্গে তুমুল ঝড়! পুজোয় কি বাড়বে বৃষ্টি?
পুজো আসতে আর হাতে গোনা দিনের অপেক্ষা। পুজো মণ্ডপগুলিতে চলছে শেষ মুহুর্তের প্রস্তুতি। কিছুর দরজা ইতিমধ্যেই খুলে গিয়েছে দর্শনার্থীদের জন্য, কিছু এখনও উদ্বোধনের অপেক্ষায়। তবে, জলমগ্ন কলকাতার একাধিক পুজো মণ্ডপ।
advertisement
৯৫ পল্লি অ্যাসোসিয়েশনে ঢোকার মুখেই জমে রয়েছে হাঁটুর নীচ পর্যন্ত জল। যত্রতত্র ছড়িয়ে থাকা প্লাই থেকে বোঝাই যাচ্ছে, এই মুহুর্তে শেষ মুহুর্তের প্রস্তুতিতে ব্যস্ত ছিলেন তাঁরা। তবে, আশাবাদী, ক্লাবের পুজোকর্তারা। আর যদি বৃষ্টি চোখ না রাঙায়, তা হলে অনায়াসেই আসতে পারবেন দর্শনার্থীরা।
অন্য দিকে এখনও উদ্বোধন হয়নি কাশী বোস লেনের। তার আগেই মণ্ডপ চত্বরে ঢুকতে গিয়ে ডুবে যাচ্ছে পা। মণ্ডপের অবস্থা দেখে মন ভার স্থানীয়দেরও। এই বছর ৭৪তম বর্ষে পা দিল দক্ষিণ কলকাতার আরও এক জনপ্রিয় পুজো, যোধপুর পার্ক। বৃষ্টিতে নিমজ্জিত শহরের অবস্থা দেখে চিন্তার ভাঁজ পুজোর সম্পাদক সুমন্ত রায়ের।