আরও পড়ুনঃ কলকাতায় পুজো শুরু ১১ অক্টোবর! মহালয়ার আগে খুলবে চেতলা অগ্রণী,সুরুচি সংঘের দরজা
দুর্গাপুজোর আর পুরো সপ্তাহ দুইও বাকি নেই। প্রতি বছরই শহরের বিভিন্ন পুজোর উদ্বোধন করে থাকেন মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু এখনও পর্যন্ত চলতি বছরের তাঁর উদ্বোধনী দিনক্ষন কিছুই জানা যায়নি। স্পেন সফর থেকে ফেরার পর পায়ের পুরোনো চোটের কারণে মমতার চলাফেরার কিছু ডাক্তারি বারণ আছে। এই পরিস্থিতিতে মুখ্যমন্ত্রী কবে পুজো উদ্বোধন শুরু করেন, অনেকেই তা জানতে আগ্রহী।
advertisement
তবে, সূত্রের খবর যদি সশরীর হাজির না থাকতে পারন শারীরিক কারণে তিনি ভার্চুয়ালি পুজো উদ্বোধন করতে পারেন। তাহলে, আগামী সপ্তাহের মাঝামাঝি কোনও সময় বেছে নেওয়া হতে পারে বলে রাজনৈতিক মহলের একাংশের দাবি। গত কয়েক বছর ধরে কলকাতার বেশিরভাগ বড় পুজোর উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী নিজেই।
কোভিডের পর থেকেই মহালয়ার আগে পরে শহরের একাধিক পুজো মণ্ডপের উদ্বোধন করতে দেখা গিয়েছে মুখ্যমন্ত্রীকে। গতবার মহালয়ার দু’দিন আগেই পুজো উদ্বোধন শুরু করেছিলেন তিনি। মুখ্যমন্ত্রী কবে কোন পুজো উদ্বোধন করবেন, সেটা অন্যান্য বছর ঠিক হয়ে যায় এই সময়ের মধ্যে। সেই মতো উদ্যোক্তাদেরও জানিয়ে দেওয়া হয়। যাতে তাঁদের প্রস্তুতি নিতে সুবিধা হয়। এ বার এখনও তা হয়নি। তবে, বর্তমানে সকলের কাছে মুখ্যমন্ত্রীর শারীরিক সুস্থতা সবচেয়ে আগে। প্রতি বছর মুখ্যমন্ত্রী যে মণ্ডপগুলিতে গিয়ে পুজো উদ্বোধন করে থাকেন, সেগুলোর ওপর নজর স্বাভাবিক ভাবেই অনেক বেশি থাকে দর্শকদের মনে।
প্রতি বছর, চেতলা অগ্রণী সংঘের পুজোয় মা দুর্গার চোখ আঁকেন মমতা বন্দ্যোপাধ্যায়। তবে, এবার তাও এখনও চূড়ান্ত নয়। চলতি বছরে ১১ অক্টোবর থেকে শুরু হয়ে যাচ্ছে পুজো। খুলে যেতে চলেছে কলকাতার একাধিক বিখ্যাত পুজো মণ্ডপের দরজা। যদিও সাধারণ মানুষের জন্য এই সুবিধা নয়। সূত্রের খবর, এবার পুজো দেখার জন্য বিদেশ থেকে ব্রিটিশ কাউন্সিল ও ইউনেস্কোর টিম আসছে কলকাতায়। আসছেন বেশ কিছু বিদেশি পর্যটকও। খুলে যাবে মন্ত্রী ফিরহাদ হাকিমের চেতলা অগ্রণীর, মন্ত্রী অরূপ বিশ্বাসের সুরুচি সংঘের, মেয়র পরিষদ অতীন ঘোষের হাতিবাগান সর্বজনীন, সমাজসেবী সংঘের মতো বিখ্যাত সব পুজো। তবে, জনসাধারণের জন্য কবে মন্ডপগুলো খোলা হবে এখনও নিশ্চিত নয়।