অষ্টমী ও নবমীর সন্ধিক্ষণে কখন সন্ধিপুজো পালিত হবে, তাও দেখে নেওয়া যাক। মহাষ্টমীর তিথি শুরু হয়ে যাচ্ছে শনিবার ২১ অক্টোবরই। শনিবার ২১ অক্টোবর (৩ কার্তিক) রাত ৯. ৫৫ মিনিটে শুরু হচ্ছে অষ্টমী তিথি।
আরও পড়ুন: জলপাইগুড়ির মণ্ডপে এবার রাজস্থান! আলোর রোশনাই দেখতে ভিড় দর্শনার্থীদের
অষ্টমী তিথি শেষ হচ্ছে ২২ অক্টোবর (৪ কার্তিক) রবিবার রাত ৮ টায়। সকাল ৯ টা ২৭ মিনিটের মধ্যে শ্রী শ্রী শারদীয়া দুর্গাদেবীর মহাষ্টমী বিহিত পুজো, মহাষ্টম্যাদি কল্পারম্ভ। মহাষ্টমীর পুজোর সময়- মহাষ্টমীর পুজো সকাল ৭.৫১ মিনিট থেকে শুরু, বেলা ১০.৪১ মিনিট পর্যন্ত।
advertisement
আরও পড়ুন: দুর্গাপুজো নয়, রীতি মেনে এখানে চারদিন ধরে হয় ধনলক্ষ্মীর পুজো! গ্রামবাসীদের অনন্য বিশ্বাস
মহাষ্টমীর দুপুরের পুজো ১.৩০ মিনিট থেকে ২.৫৫ মিনিট পর্যন্ত। বেনীমাধব শীলের পঞ্জিকা অনুসারে সন্ধিপুজো সন্ধ্যা ঘ ৪।৫৪ গতে রাত্রি ঘ ৫।৪২ মধ্যে । সন্ধ্যা ঘ ৪।৫৪ গতে সন্ধিপূজারম্ভ। বলিদান- সন্ধ্যা ঘ ৫।১৮ গতে বলিদান। রাত্রি ঘ ৫।৪২ মধ্যে সন্ধিপুজো সমাপন।