সেক্ষেত্রে আবগারি দফতরের মদ নিয়ে যাওয়ার জন্য গাড়িও নো এন্ট্রিতে আটকাতে পারে। এর জেরে গাড়ি আটকে পড়লে উৎসবের মরশুমে রাজ্য সরকারের রাজস্ব আদায় ক্ষতি হতে পারে। তাই পুজোর কয়েকদিন রাজস্ব আদায় বজায় রাখতে ‘excise goods’ লেখা গাড়িগুলিকে নো এন্ট্রির মধ্যে প্রবেশ করতে দেওয়ার জন্য চিঠি আবগারি দফতরের।
আরও পড়ুন: গায়ক বিধায়ক, অশোকগরের তৃণমূল নেতার গানে মুগ্ধ রাজ্য-রাজনীতি! শুনেছেন?
advertisement
কলকাতা পুলিশের পুলিশ কমিশনারকে চিঠি পাঠালেন আবগারি দফতরের সচিব। উৎসবের মরশুমের প্রত্যেক দিনই মদের দোকান খোলা থাকবে। তাই আবগারি দফতরের গাড়িগুলিকে যেন নো এন্ট্রির মধ্যে ঢুকতে দেওয়া হয়। মদ বিক্রির স্বাভাবিক পর্যায় বজায় রাখতেই এই চিঠি পাঠানো হয়েছে পুলিশকে। এতে সরকারের রাজস্ব আদায় হবে। কলকাতা পুলিশের পুলিশ কমিশনারকে আবেদন জানিয়ে চিঠি রাজ্যের আবগারি দফতরের সচিবের।
আরও পড়ুন: বাজারে হয়তো তাকিয়েও দেখেন না লাউ শাক, উপকার জানলে এখনই কিনতে ছুটবেন!
এবার মদের দোকান বন্ধ রাখতে চাইলে নিতে হবে আগাম অনুমতি। পুজোর মরশুমে মদ থেকেই বিপুল আয়ের লক্ষ্য রাজ্যের আবগারি দফতরের। আর তাই পুজোর কয়েকটা দিন মদের দোকান বন্ধ করতে চাইলে নিতে হবে আগাম অনুমতি। পুজোর সময় পঞ্চমী থেকে দশমী খোলা থাকছে মদের দোকান। কোনও ভাবেই মদের দোকান বন্ধ থাকবে না।
সোমরাজ বন্দ্যোপাধ্যায়