TRENDING:

Durga Puja 2023: পুজোয় এবার মদ কিনতে বিরাট সমস্যা হবে? লোকসানের আশঙ্কায় পুলিশের দ্বারস্থ আবগারি দফতর

Last Updated:

Durga Puja 2023: দুর্গাপুজোয় একাধিক জায়গায় 'নো এন্ট্রি'। তার জেরে এবার উৎসবের মরশুমে মদ বিক্রিতে লোকসানের আশঙ্কা আবগারি দফতরের।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কলকাতা: দুর্গাপুজোয় একাধিক জায়গায় ‘নো এন্ট্রি’। তার জেরে এবার উৎসবের মরশুমে মদ বিক্রিতে লোকসানের আশঙ্কা আবগারি দফতরের। দুর্গাপুজো, কালীপুজো, ছট পুজো এবং উৎসবের মরশুমে একাধিক জায়গায় নো এন্ট্রি কলকাতা পুলিশের।
প্রতীকী ছবি
প্রতীকী ছবি
advertisement

সেক্ষেত্রে আবগারি দফতরের মদ নিয়ে যাওয়ার জন্য গাড়িও নো এন্ট্রিতে আটকাতে পারে। এর জেরে গাড়ি আটকে পড়লে উৎসবের মরশুমে রাজ্য সরকারের রাজস্ব আদায় ক্ষতি হতে পারে। তাই পুজোর কয়েকদিন রাজস্ব আদায় বজায় রাখতে ‘excise goods’ লেখা গাড়িগুলিকে নো এন্ট্রির মধ্যে প্রবেশ করতে দেওয়ার জন্য চিঠি আবগারি দফতরের।

আরও পড়ুন: গায়ক বিধায়ক, অশোকগরের তৃণমূল নেতার গানে মুগ্ধ রাজ্য-রাজনীতি! শুনেছেন?

advertisement

কলকাতা পুলিশের পুলিশ কমিশনারকে চিঠি পাঠালেন আবগারি দফতরের সচিব। উৎসবের মরশুমের প্রত্যেক দিনই মদের দোকান খোলা থাকবে। তাই আবগারি দফতরের গাড়িগুলিকে যেন নো এন্ট্রির মধ্যে ঢুকতে দেওয়া হয়। মদ বিক্রির স্বাভাবিক পর্যায় বজায় রাখতেই এই চিঠি পাঠানো হয়েছে পুলিশকে। এতে সরকারের রাজস্ব আদায় হবে। কলকাতা পুলিশের পুলিশ কমিশনারকে আবেদন জানিয়ে চিঠি রাজ্যের আবগারি দফতরের সচিবের।

advertisement

আরও পড়ুন: বাজারে হয়তো তাকিয়েও দেখেন না লাউ শাক, উপকার জানলে এখনই কিনতে ছুটবেন!

এবার মদের দোকান বন্ধ রাখতে চাইলে নিতে হবে আগাম অনুমতি। পুজোর মরশুমে মদ থেকেই বিপুল আয়ের লক্ষ্য রাজ্যের আবগারি দফতরের। আর তাই পুজোর কয়েকটা দিন মদের দোকান বন্ধ করতে চাইলে নিতে হবে আগাম অনুমতি। পুজোর সময় পঞ্চমী থেকে দশমী খোলা থাকছে মদের দোকান। কোনও ভাবেই মদের দোকান বন্ধ থাকবে না।

advertisement

সোমরাজ বন্দ্যোপাধ্যায়

বাংলা খবর/ খবর/কলকাতা/
Durga Puja 2023: পুজোয় এবার মদ কিনতে বিরাট সমস্যা হবে? লোকসানের আশঙ্কায় পুলিশের দ্বারস্থ আবগারি দফতর
Open in App
হোম
খবর
ফটো
লোকাল