পুজোর সময় রাস্তার গর্ত বা খানাখন্দের জন্য ট্রাফিক ব্যবস্থা যাতে ভেঙে না পড়ে সেদিকে নজর দিতে হবে। জরুরি ভিত্তিতে যেখানে যেখানে রাস্তা ভেঙে পড়েছে বা গর্ত হয়েছে সেগুলিতে পুজোর আগেই জরুরি ভিত্তিতে যান চলাচলের যোগ্য করার মতো ব্যবস্থা করে দিতে হবে বলে জানানো হয়েছে নবান্নের তরফে।
আরও পড়ুন: পরীক্ষার ১৩ সপ্তাহ আগে থেকে সন্তানকে নিয়মিত খাওয়ান ‘এই’ খাবারটি! দেখুন রেজাল্ট…
advertisement
বজবজ ট্রাঙ্ক রোডে অবস্থা নিয়ে বিস্তারিত আলোচনা হয় নবান্নে। পুজোর সময় ওই রাস্তায় যাতে যানজট না সৃষ্টি হয় তার জন্য দিন রাত এক করে পূর্ত দফতরের কর্মীদের কাজ করতে হবে। যেখানে যেখানে প্রয়োজন হবে অবিলম্বে প্যাচওয়ার্কের কাজ করে দিতে হবে। আজ পূর্ত দফতর বৈঠক করে বিভিন্ন জেলার ইঞ্জিনিয়ারদের সঙ্গে। সেই বৈঠকেই পূজোর আগেই জরুরি ভিত্তিতে রাস্তা যান চলাচলের যোগ্য করার নির্দেশ দেওয়া হয় বলেই নবান্ন সূত্রে খবর।