বাংলার দুর্গাপুজোয় ইউনেস্কোর হেরিটেজ তালিকায় অন্তর্ভুক্ত করার জন্যে ধন্যবাদজ্ঞাপনে বৃহস্পতিবার পদযাত্রার আয়োজন করা হয়েছে রাজ্য সরকারের পক্ষ থেকে । বৃহস্পতিবার দুপুর ২ টো নাগাদ, জোড়াসাঁকো ঠাকুরবাড়ির কাছে সেন্ট্রাল অ্যাভিনিউ থেকে শুরু হয়ে কলুটোলা, বউবাজার, চাঁদনি চক, ডোরিনা ক্রসিং, রানি রাসমণি অ্যাভিনিউ হয়ে বর্ণাঢ্য পদযাত্রা পৌঁছে যাবে রেড রোডে । কলকাতা ট্রাফিক সূত্রের খবর অনুযায়ী দেখে নিন আজ কলকাতার প্রধান প্রধান রাজপথের জন্য কী কী নির্দেশিকা আছে ৷
advertisement
বেলা সাড়ে ১২ টার পর থেকে ধীরে ধীরে নিয়ন্ত্রণ করা হবে সেন্ট্রাল অ্যাভিনিউর যান চলাচল ৷ উত্তর কলকাতার থেকে ধর্মতলার দিকে যে সমস্ত যানবাহন আসবে সেগুলোকে শ্যামবাজার পাঁচ মাথার মোড়, এপিসি রোড, এজেসি বোস রোড হয়ে উত্তরমুখী গাড়ি চলাচল করবে বেন্টিঙ্ক স্ট্রিট, রবীন্দ্র সরণি হয়ে স্ট্র্যান্ড রোড হয়ে। এই শোভাযাত্রার জন্যে বেশ কয়েকটি রাস্তার যান চলাচল নিয়ন্ত্রণ করা হবে ৷
আরও পড়ুন : উৎসবের ঢাকে কাঠি, শহর জুড়ে পুজোর মিছিলের শেষ মুহূর্তের প্রস্তুতি তুঙ্গে
যান চলাচল নিয়ন্ত্রণ যে যে সড়কে-
ভূপেন বোস অ্যাভিনিউ
সেন্ট্রাল অ্যাভিনিউ
বিবেকানন্দ রোড
মহাত্মা গান্ধি রোড বি
বি বি গাঙ্গুলি স্ট্রিট
এস এন ব্যানার্জি রোড
লেলিন সরণি
মেয়ো রোড
আউট্রাম রোড
আর আর অ্যাভিনিউ
জওহরলাল নেহরু রোড
ডাফরিন রোড
হসপিটাল রোড
খিদিরপুর রোড
আরও পড়ুন : পুজোর কেনাকাটা থেকে ঠাকুর দেখা, গভীর রাত পর্যন্ত শহরবাসীর জন্য থাকছে বেশি সংখ্যক মেট্রো
কলকাতা পুলিশের তরফে মিছিলের পর বিকেল ৪ টে থেকে আবার সব রাস্তায় যানচলাচল স্বাভাবিক করার পরিকল্পনা নেওয়া হয়েছে । মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উপস্থিতিতে, কলকাতায় বর্ণাঢ্য পদযাত্রায় অংশ নেবেন ইউনেস্কোর প্রতিনিধিরাও । রাজ্যের শিল্পী, সাহিত্যিক বিশিষ্ট জনেদের পাশাপশি শোভাযাত্রায় অংশ নেবেন কলকাতা এবং পার্শ্ববর্তী অঞ্চলের দুর্গাপুজো কমিটির সদস্যরাও ।