TRENDING:

পুজোয় সারারাত চলবে মেট্রো! জেনে নিন ইস্ট ওয়েস্ট এবং নর্থ সাউথ মেট্রোর সময়সূচি

Last Updated:

পুজোর মুখে কলকাতা মেট্রোর নতুন দুটি বিভাগ জোকা থেকে তারাতলা এবং নিউ গড়িয়া থেকে রুবি নিয়েও সুখবর শোনাল কলকাতা মেট্রো

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
 #কলকাতা: এ বছর পুজোর ভিড় কে মাথায় রেখে আগে থেকেই মেট্রোর সময় সূচি ঘোষণা করল কলকাতা মেট্রো। সাংবাদিক সম্মেলন করে কলকাতা মেট্রোর জেনারেল ম্যানেজার অরুণ অরোরা দূর্গাপুজোর সময়ে ইস্ট ওয়েস্ট এবং নর্থ সাউথ উভয় লাইনেরই সময়সূচি ঘোষণা করলেন। এবার পুজোতেও সারারাত চলবে মেট্রো। পঞ্চমী ও ষষ্ঠী ২৮৮ টি মেট্রো চালানো হবে। সপ্তমী, অষ্টমী, নবমী চলবে মোট ২৪৮ টি ট্রেন। দশমী চলবে ১৩২ টি মেট্রো। একাদশী থেকে ত্রয়োদশী চলবে ২৩৪ টি মেট্রো।
advertisement

অন্যদিকে, ইস্ট ওয়েস্ট মেট্রো পরিষেবাতে সপ্তমী থেকে নবমী পর্যন্ত চলবে ৭২ টি ট্রেন। ৪৮ টি ট্রেন চলবে দশমীতে। প্রতিটি ট্রেন চলবে ২০ মিনিট অন্তর।

আরও পড়ুন: শহর জুড়ে 'ডেন থ্রি' আতঙ্ক! পুজোর আগে নয়া উদ্দ্যোগ কলকাতা পুরসভার

advertisement

পুজোয় যাত্রী নিরাপত্তায় বিশেষভাবে জোর দিচ্ছে  মেট্রো রেল কতৃপক্ষ। প্রতিটি স্টেশনেই পর্যাপ্ত আরপিএফ অফিসার থাকবে বলে জানিয়েছে মেট্রো। গুরুত্বপূর্ণ স্টেশনগুলিতে দেওয়া হবে অতিরিক্ত নজর। থাকবে পর্যাপ্ত পরিমাণের থেকেও বেশি পরিমাণে আরপিএফ। কালীঘাট সহ যে যে জায়গায় পুজোয় মাত্রারিতিরিক্ত চাপ হয় সেগুলোকেও বিশেষভাবে নজর দেবে আরপিএফ। অতিরিক্ত বাহিনীর জন্য রাজ্য পুলিশের সাহায্য নেবে রেল পুলিশ। নিরাপত্তা বলয়কে সুনিশ্চিত করতে রাজ্য পুলিশের সঙ্গে একাধিক বৈঠকও সারা হয়েছে মেট্রোর তরফে।

advertisement

আরও পড়ুন: ঐতিহ্য বজায় রেখে 'পুজোর থালি' সাজাবেন কীভাবে? জেনে নিন

সেরা ভিডিও

আরও দেখুন
'আসছে বছর আবার হবে'! দিঘার সমুদ্রে বিলীন দেবী দুর্গা, ঢেউয়ের গর্জনে মিশল বিদায়ের সুর
আরও দেখুন

পুজোর মুখে কলকাতা মেট্রোর নতুন দুটি বিভাগ জোকা থেকে তারাতলা এবং নিউ গড়িয়া থেকে রুবি নিয়েও সুখবর শোনাল কলকাতা মেট্রো। পুজোর আগেই তারাতলা-জোকা বিভাগের জন্য কমিশনার অফ রেলওয়ে সেফটির কাছে পর্যবেক্ষণের জন্য আবেদন করতে চলেছে মেট্রো। মেট্রো সূত্রে খবর, আগামী ১৯ সেপ্টেম্বর এই আবেদন করা হবে। আর তার ১মাসের মধ্যেই নিউ গড়িয়া থেকে রুবি পর্যন্ত CRS ভিজিটের আবেদন করা হবে। আবেদনের ১ মাসের মধ্যেই সবুজ সংকেত পাওয়ার ক্ষেত্রে আশাবাদী মেট্রো কতৃপক্ষ। এবছরের মধ্যেই যাত্রী পরিষেবা শুরু করার ক্ষেত্রে তেমন কোনো প্রতিকূলতা নেই বলেই ধারণা মেট্রোর। পাশাপাশি আগামী বছরের জুন মাসের মধ্যে গঙ্গার নিচ দিয়ে মেট্রো দৌড়াবে বলেও আশাবাদী মেট্রো রেলের জেনারেল ম্যানেজার অরুণ অরোরা।

advertisement

বাংলা খবর/ খবর/কলকাতা/
পুজোয় সারারাত চলবে মেট্রো! জেনে নিন ইস্ট ওয়েস্ট এবং নর্থ সাউথ মেট্রোর সময়সূচি
Open in App
হোম
খবর
ফটো
লোকাল