সেপ্টেম্বরের শেষে শুরু হচ্ছে দেবীপক্ষ। পঞ্চমী ৩০ সেপ্টেম্বর। ওই দিন থেকে সরকারি ছুটি ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আজ পুজো কমিটিগুলোর সঙ্গে দুর্গাপুজো নিয়ে মেগা বৈঠকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানান, '৩০ সেপ্টেম্বর পঞ্চমী থেকে ছুটি শুরু হবে। চলবে চলবে ১০ অক্টোবর পর্যন্ত। ২৪ অক্টোবর কালী পুজো। ২৪ ও ২৫ তারিখ দু'দিন ছুটি থাকবে। ২৭ তারিখ ভাইফোঁটার ছুটি। ছটের ছুটি দু'দিন ৩০ ও ৩১ অক্টোবর।'
advertisement
আরও পড়ুন: পিছিয়ে গেল বিজেপির নবান্ন অভিযান! সাতের বদলে ১৩ সেপ্টেম্বর 'জেল ভরো অভিযান', কেন পিছল দিন?
আগেরবারের চেয়ে পুজো উদ্যোক্তাদের বিদ্যুৎ বিলেও বেশি ছাড়ের ঘোষণা করেছেন মমতা। সেই সঙ্গে বাড়িয়েছেন অনুদানও। তিনি বলেন, 'গতবার কত ছাড় দেওয়া হয়েছিল বিদ্যুৎবিলে? ৫০ শতাংশ। এবারের পুজো স্পেশাল বিশ্বের গর্ব, বিশ্বসেরা মা দুর্গা তাঁর পদার্পণে আমি ইলেকট্রিক সাপ্লাই ও রাজ্য বিদ্যুৎ পর্ষদকে বিদ্যুৎ বিলে ছাড় ৫০ শতাংশ থেকে ৬০ শতাংশে বাড়িয়ে দেওয়ার অনুরোধ করছি।'
আরও পড়ুন: 'অপরাধ ক্ষমা করবেন...!' 'ত্রিপল-কাপড়' নিয়ে এবার মুখ খুললেন মনোরঞ্জন! যা বললেন বিধায়ক
উল্লেখ্য, সোমবার বিকেলে নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে পুজো কমিটিগুলোর সঙ্গে বৈঠক করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বৈঠকে বলেন, পশ্চিমবঙ্গে ৪০০৯২ টি পুজো হয়, এরমধ্যে ২১৯১ টি পুজো মহিলা পরিচালিত পুজো, শুধু কলকাতাতেই পুজো হয় ২৭০০ টি।
মুখ্যমন্ত্রীর কথায়, এ'বছরের পুজো 'দুরন্ত ও দুর্দান্ত'! পুজো শুরু মহালয়ার আগের দিন থেকেই। সোমবার বিকেলে পুজো কমিটিগুলোর সঙ্গে বৈঠকের পর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করলেন, কলকাতা এবং স্টেট ইলেক্ট্রিসিটি বোর্ডকে অনুরোধ করা হয়েছে, পুজো কমিটিগুলিকে বিদ্যুৎ বিলে যেন ৬০ শতাংশ ছাড় দেওয়া হয়। পাশাপাশি, এবার ৪৩ হাজার পুজো কমিটিকে ৬০ হাজার টাকা করে অনুদান দেওয়া হবে। গত বছর অনুদানের পরিমাণ ছিল ৫০ হাজার টাকা। এ বার তা বাড়িয়ে করা হল ৬০ হাজার। জেলার পুজো কমিটিও পাবে এই অনুদান।