TRENDING:

Durga Puja 2021: মায়াময় বিশ্বে মায়াই তৈরি করে বিভ্রম, পুজোয় মাস্টারদা স্মৃতি সংঘে নয়া আর্ট ফর্ম!

Last Updated:

গোটা দুনিয়া মায়াময় (Durga Puja 2021)। দেবী দুর্গা তো সেই মায়ারই দেবী।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#কলকাতা: গোটা দুনিয়া মায়াময় (Durga Puja 2021)। দেবী দুর্গা তো সেই মায়ারই দেবী। এই মায়ায় তৈরি হয় বিভ্রম। সাময়িক এই দেখার ভ্রমকেই এবার আর্ট ফর্ম এ তুলে ধরছে কেষ্টপুরের মাস্টারদা স্মৃতি সংঘ। উত্তরাধুনিক পাশ্চাত্য আর্ট ফর্ম এ সাজছে মন্ডপ (Durga Puja 2021)।
মায়াময় বিশ্বে মায়াই তৈরি করে বিভ্রম, পুজোয় মাস্টারদা স্মৃতি সংঘে নয়া আর্ট ফর্ম!
মায়াময় বিশ্বে মায়াই তৈরি করে বিভ্রম, পুজোয় মাস্টারদা স্মৃতি সংঘে নয়া আর্ট ফর্ম!
advertisement

কথিত আছে রাবণের সাধের লঙ্কা আসলে ছিল মায়াপুরী। দেবী দুর্গা মহামায়া রূপে বিরাজ করতেন সেখানে। তাঁর বরে লঙ্কাপুরী ছিল বিভ্রম নগরী আর রাবণ ছিল অপরাজেয়। রামচন্দ্র দেবীর অকালবোধন করে মায়াজাল বা বিভ্রম কাটাতে পেরেছিলেন লঙ্কাপুরীর। পৃথিবী আজ ও বিভ্রান্ত। আমরা মোহমায়ায় ঘুরছি। এই মায়ার মায়াজাল নিয়েই কেষ্টপুর মাস্টারদা স্মৃতি সংঘের এবারের থিম "বিভ্রম"। মণ্ডপসজ্জার জন্য শিল্পী বেছে নিয়েছেন একেবারে উত্তরাধুনিক একটি পাশ্চাত্য আর্ট ফর্ম। যার নাম অপ-আর্ট। অপটিক্যাল ইলিউশন চোখে দেখা বস্তুর মধ্যে দৃষ্টির ধাঁধা তৈরি করাই এই আর্ট ফর্ম এর বৈশিষ্ট্য।

advertisement

আরও পড়ুন: সাড়ে ৩০০ বছরের রীতি মেনে দুর্গাপুজো, শিবপুরের পাল বাড়িতে ১৫ দিন ধরে চলে চণ্ডীপাঠ!

.

.

সেজে উঠছে মণ্ডপ...

advertisement

পুজোর কটা দিন শিল্পীর শিল্পকলা দেখতে যারা মণ্ডপে আসবেন কোভিড বিধি মেনে তাদের সুরক্ষার দায়িত্ব নেবে ক্লাব কর্তৃপক্ষ। এক ঝাঁক তরুণ আর্ট কলেজের ছাত্রদের নিয়ে মানস রায় তৈরি করছেন এই মায়ার জগত। এবারের পুজোয় একবার ঢুঁ দিতে ভুলবেন না।

বিশ্বজিৎ সাহা

বাংলা খবর/ খবর/কলকাতা/
Durga Puja 2021: মায়াময় বিশ্বে মায়াই তৈরি করে বিভ্রম, পুজোয় মাস্টারদা স্মৃতি সংঘে নয়া আর্ট ফর্ম!
Open in App
হোম
খবর
ফটো
লোকাল