পুরসভার সমস্ত ওয়ার্ডের সঙ্গে এই কন্ট্রোল রুম যুক্ত রয়েছে সিসি ক্যামেরার মাধ্যমে। মূলত যে সমস্ত এলাকায় জল জমে, সেই এলাকায় নজরদারিতে বিশেষ ব্যবস্থা। সিসি ক্যামেরার মাধ্যমে শহরের ছবি এসে পৌঁছচ্ছে এই কন্ট্রোল রুমে।
কলকাতায় বড় কোনও প্রভাব পড়বে না ঘূর্নিঝড় সিত্রাংয়ের৷ এমনই জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর৷ যদিও শহর একেবারে ঝড়ের প্রভাব মুক্ত থাকবে, তেমন কথাও বলা চলে না৷
advertisement
আরও পড়ুন: প্রতি মাসে ১০০ টাকা ডোনেশন দিতে হবে পড়ুয়াদের, কর্নাটক সরকারের নিয়মে বিতর্ক
আরও পড়ুন: সরযূ নদীর ঘাটে ১৮ লক্ষ প্রদীপ জ্বালিয়ে দীপোৎসবের সূচনা প্রধানমন্ত্রীর, আজ অযোধ্যা আলোকজ্জ্বল...
সোমবার সকাল থেকেই মুখ ভার ছিল কলকাতা শহর ও পার্শ্ববর্তী দক্ষিণবঙ্গের জেলাগুলিতে৷ কোথাও কোথাও দফায় দফায় বৃষ্টিও হয় রবিবার রাত থেকেই৷ উল্লেখ্য, সোমবারই কালীপুজো৷ শহর ও রাজ্যের সমস্ত প্রান্তে কোভিড পরবর্তী সময়ে বিপুল আয়োজনে সাজানো হয়েছে মণ্ডপ৷ সেখানেই এই ঝড়ের দাপট নিয়ে একটা আশঙ্কা তৈরি হয়েছে৷
আলিপুর আবহাওয়া দফতরের তরফ থেকে বলা হয়েছে, মূলত এই ঝড়ের প্রভাব পড়বে দক্ষিণবঙ্গের উপকূলবর্তী, বাংলাদেশ সীমান্ত লাগোয়া এলাকাগুলিতে৷ সন্দেশখালি, ঝড়খালি-র মতো এলাকায় ঝড়ের দাপট সবচেয়ে বেশি থাকবে৷
তারপর ঝড়ের সবচেয়ে বেশি প্রভাব পড়বে উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা জেলায়৷ সেখানে সোমবার ও মঙ্গলবার ঝড়ো হাওয়া যেমন বইতে পারে, তেমনই ভারী থেকে অতিভারী বৃষ্টি হবে কোথাও কোথাও৷ কলকাতাতেও রয়েছে ভারী বৃষ্টির সম্ভাবনা৷ সেই কারণেই সতর্ক রয়েছে প্রশাসন৷