এর মধ্যে স্বাস্থ্য, আদিবাসী দফতর, কৃষি, পঞ্চায়েত, নগর উন্নয়ন, জনস্বাস্থ্য ও কারিগরি দফতর-সহ কয়েকটি দফতরকে সরাসরি উপস্থিত থাকতে বলা হয়েছে। নবান্ন সূত্রে খবর শুক্রবারের বৈঠকে দুয়ারে সরকার ও পাড়ায় সমাধান নিয়ে কিছু গুরুত্বপূর্ণ নির্দেশ দেওয়া হতে পারে। মনে করা হচ্ছে এই বৈঠক থেকে যারা ইতিমধ্যেই দুয়ারে সরকার ক্যাম্পগুলির মাধ্যমে আবেদন জানিয়েছেন তাদের কী ভাবে সুযোগ-সুবিধা দেওয়া যায় তা নিয়ে আলোচনা করতেই এই বৈঠক ডাকা হয়েছে।
advertisement
আরও পড়ুন: রাজ্যপালের সঙ্গে বৈঠকে আজ রাজ্য বিজেপি! বিকেলে রাজভবনে সি ভি আনন্দ-সুকান্ত সাক্ষাৎ
ইতিমধ্যেই নির্দেশ দেওয়ার হয়েছে ৩০ শে ডিসেম্বরের মধ্যেই দুয়ারে সরকারের মাধ্যমে সমস্ত সুযোগ-সুবিধা উপভোক্তাদের দেওয়া হবে। মনে করা হচ্ছে শুক্রবারের বৈঠক থেকে সেই সংক্রান্ত গুরুত্বপূর্ণ নির্দেশ দেওয়া হতে পারে। এবারও দুয়ারে সরকারের মাধ্যমে লক্ষাধিক আবেদন জমা পড়েছে। তার মধ্যে স্বাস্থ্য সাথী, লক্ষীর ভান্ডার-সহ কয়েকটি প্রকল্পের ক্ষেত্রে বেশি আবেদন জমা পড়েছে। সে ক্ষেত্রে উপভোক্তাদের দ্রুত কিভাবে সুবিধা দেওয়া যায় তার জন্য আলোচনা করতেই এই বৈঠক বলেই মনে করা হচ্ছে।
এ বছর দুয়ারে সরকারের মাধ্যমে মোট ২৭ টি প্রকল্পের সুবিধা দেওয়া হবে। যার জন্য ইতিমধ্যেই নির্দেশিকা জারি করেছেন মুখ্য সচিব। এবছর আরও দুটি প্রকল্পকে নতুনভাবে যুক্ত করা হয়েছে দুয়ারে সরকার ক্যাম্পে। পাশাপাশি দুয়ারী সরকার ক্যাম্প গুলিতে আলাদা করে ক্যাম্প করারও কথা বলা হয়েছিল যেকোনো অভিযোগ নেওয়ার জন্য। সে ক্ষেত্রেও একাধিক অভিযোগ জমা পড়েছে দুয়ারে সরকার ক্যাম্প গুলির মাধ্যমে। মনে করা হচ্ছে শুক্রবারের এই বৈঠক থেকে অভিযোগ করা বিষয়গুলি নিষ্পত্তি কী ভাবে করা হবে তা নিয়েও বেশ কিছু নির্দেশ দেওয়া হতে পারে। আগামী বছরের শুরুর দিকেই রাজ্যে পঞ্চায়েত নির্বাচন হওয়ার সম্ভাবনা। সে ক্ষেত্রে দুয়ারে সরকার কর্মসূচির মাধ্যমে কী ভাবে সাধারণ মানুষের কাছে পৌঁছানো যায় তা নিয়েও বিশেষ নজর রাজ্য প্রশাসনের।
সোমরাজ বন্দ্যোপাধ্যায়