TRENDING:

দুয়ারে সরকার: বাধ্যতামূলক আধার ও ব্যাঙ্ক অ্যাকাউন্ট নম্বর, না থাকলে শিবির থেকে পাওয়ানোর ব্যবস্থা

Last Updated:

আধার কার্ড যাদের নেই দুয়ারে সরকার ক্যাম্প থেকেই তাদেরকে আধার কার্ড পাইয়ে দেওয়ার ব্যবস্থা করা হচ্ছে। ব্যাঙ্ক অ্যাকাউন্টের ক্ষেত্রেও একই নীতি গ্রহণ করেছে নবান্ন। তবে এই দুটি না থাকার জন্য কোন আবেদনকারীর আবেদন যাতে বাতিল না হয় সেদিকে বিশেষ নজর দিতে বলা হয়েছে।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#কলকাতা: এবার দুয়ারে সরকারে প্রতিটি সরকারি পরিষেবা প্রকল্পগুলির আবেদনের সঙ্গে আধার কার্ড এবং ব্যাঙ্ক অ্যাকাউন্ট নম্বর বাধ্যতামূলকভাবে নেওয়া হবে। যাদের  আধার কার্ড বা ব্যাঙ্ক অ্যাকাউন্ট নেই, আবেদন জমা নেওয়ার সময় সেগুলি আলাদাভাবে চিহ্নিত করতে হবে। আবেদনকারীর আধার কাড ও ব্যাঙ্ক অ্যাকাউন্ট তৈরি করে দিয়ে তা গ্রহণ করতে হবে। এব্যাপারে ইতিমধ্যেই রাজ্য সরকার আধার সেবা কেন্দ্র এবং তাদের সহায়ক সংস্থা ইন্ডিয়ান পোস্টাল পেমেন্ট ব্যাঙ্কের সঙ্গে কথা বলে রেখেছে।
advertisement

জেলা প্রশাসনকে তাদের সঙ্গে কথা বলে দুয়ারে সরকার শিবিরে যুক্ত করতে হবে। কারণ সরকার মনে করে যে কোনও পরিষেবার সঙ্গে উপভোক্তাদের আধার কার্ড লিঙ্ক থাকা জরুরি। তাই দুয়ারে সরকার শিবির থেকেই আধার কার্ড যাদের নেই তাদের তা পাইয়ে দেওয়ার ব্যবস্থা করছে। ব্যাঙ্ক অ্যাকাউন্টের ক্ষেত্রেও একই নীতি গ্রহণ করা হয়েছে। এই দুটি না থাকার জন্য কোনও আবেদনকারীর আবেদন যাতে বাতিল না হয় সেদিকে বিশেষ নজর দিতে বলা হয়েছে।

advertisement

আরও পড়ুন Murshidabad News: ডোমকল হাসপাতালে দালাল চক্রের শিকার সাধারণ মানুষ, পাকড়াও এক অভিযুক্ত

মঙ্গলবার থেকেই শুরু হচ্ছে রাজ্যে দুয়ারে সরকার। নবান্ন পরিষ্কার জানিয়ে দিয়েছে গুচ্ছ আবেদন জমা নেওয়া হবে না। প্রত্যেক আবেদনকারীকে শিবিরে এসে জমা দিতে হবে। ওই সময়ই সমস্ত আবেদন খতিয়ে দেখা হবে। প্রতিটি শিবিরেই ফোটকপির সুযোগ রাখতে হবে। পানীয় জল ও পরিচ্ছন্ন রাখতে হবে শিবিরগুলি। এই শিবিরে রাজ্য সরকার বিশেষ গুরুত্ব দিতে চায় কৃষি ক্ষেত্রকে। ২৫ টি ক্যাটাগরির কৃষি প্রকল্প রয়েছে। এব্যাপারে বিস্তারের প্রচারের কথা বলা হয়েছে জেলা প্রসাসনকে। পাশাপাশি এই শিবিরেই মৎস্যজীবিদের নাম রেজিস্ট্রেশনের সুযোগ থাকবে।

advertisement

এবারেই রাজ্য সরকার পাট্টা সংক্রান্ত আবেদনের সুযোগ রাখছে দুয়ারে সরকারে। তাই ভূমি সংস্কার দফতরকে বলা হয়েছে জেলায় যে আধিকারিকরা এই সংক্রান্ত আইন ও বিধি সর্ম্পকে ওয়াকিবহল তাদেরই রাখতে হবে। আবেদন জানাতে এসে আবেদনকাারী যাতে কোনও ভাবে হয়রানির শিকার না হয় সেদিকে নজর দিতে হবে। আইনমাফিক তাদের আবেদন ত্রুটিমুক্ত যাতে থাকে তা নেওয়ার সময়ই দেখে নিতে হবে। কৃষি সংক্রান্ত পাট্টা, হোমিস্টেড পাট্টা,আরআর পাট্টা সংক্রান্ত সমস্ত আবেদন জমা পরা মাত্রই তা বিএলআরকে বিডিওর সঙ্গে আলোচনা করে স্তানীয় পঞ্চায়েত সমিতিকে নিয়ে এলাকা পরিদর্শন করে আইন মাফিক  সুরাহা করতে হবে দ্রুত।

advertisement

আরও পড়ুন Jalpaiguri News: ওঝার কেরামতিতে সব শেষ সাপে কাটা রোগীর! কুসংস্কারের বলি এক নাবালক!

এছাড়াও বিদ্যুৎ সংযোগের আবেদন জানানো মাত্রই চার দিনের মধ্যে তা দিতে হবে। এতদিন সাত দিন সময় নিত। বকেয়া বিদ্যুৎ বিল মুকুব সংক্রান্ত আবেদন নিস্পত্তি নিয়ে রাজ্য সরকার এসওপি তৈরি করছে। দুয়ারে সরকার শুরুর আগেই তা পাঠিয়ে দেওয়া হবে। এবারেই প্রথম বিদ্যুৎ সংযোগ ও বকেয়া বিল মুকুব সংক্রান্ত বিষয়টি নিয়ে দুয়ারে সরকারে আবেদন জানানোর সুযোগ থাকছে। স্টুডেন্ট ক্রেডিট কার্ড , জাতিগত শংসাপত্রর আবেদন জানানোর সুযোগ থাকছে দুয়ারে সরকারে।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
দুর্গাপুজোর সময় অসুরের আরাধনা! জঙ্গলমহলের নানা গ্রামে কেন পালিত হয় দাসাই পরব?
আরও দেখুন

সোমরাজ বন্দ্যোপাধ্যায় 

বাংলা খবর/ খবর/কলকাতা/
দুয়ারে সরকার: বাধ্যতামূলক আধার ও ব্যাঙ্ক অ্যাকাউন্ট নম্বর, না থাকলে শিবির থেকে পাওয়ানোর ব্যবস্থা
Open in App
হোম
খবর
ফটো
লোকাল