বিচারপতি চিত্তরঞ্জন দাশ এবং বিচারপতি অনিরুদ্ধ রায়ের ডিভিশন বেঞ্চের তরফ থেকে বলা হয়েছে, আইনের চোখে এই প্রকল্পের কোনও গ্রহণযোগ্যতা নেই৷ সেই কারণেই এটিকে অবৈধ বলে ঘোষণা করল আদালত৷ দুয়ারে রেশন প্রকল্পের বিরোধিতায় আদালতের দ্বারস্থ হন সেখ আব্দুল মজিদ-সহ বেশ কিছু ডিলার৷ সিঙ্গল বেঞ্চে খারিজ হয়ে যায় তাঁদের আবেদন৷ এর পরেই ডিভিশন বেঞ্চে দ্বারস্থ হন ডিলাররা৷ তার পরেই এই নির্দেশ৷
advertisement
আরও পড়ুন: পার্থ-অর্পিতা জেলে, আজ কে উদ্বোধন করবেন নাকতলা উদয়ন সঙ্ঘের পুজো, জানুন
২০২১ সালের, ১৬ নভেম্বর থেকে দুয়ারে রেশন প্রকল্প শুরু করেছিল রাজ্য সরকার৷ কোভিড কালে সাধারণ মানুষের ঘর থেকে বার হওয়া বন্ধ হয়েছিল৷ সেই কারণে সাধারণ মানুষের বাড়ি বাড়ি রেশন পৌঁছে দেওয়ার পরিকল্পনা করা হয়েছিল৷ সেই কারণে রেশন ডিলারদের একটি পাড়া বা অঞ্চলের নির্দিষ্ট এলাকায় রেশন পৌঁছে দেওয়া শুরু করা হয়েছিল৷ সেই প্রকল্পেই এ বার বাধ সাধল হাইকোর্ট৷
অর্ণব হাজরা