TRENDING:

Medicine Price Hike: সুগার, প্রেশার থেকে শুরু করে ক্যানসার! আগামিকাল থেকে একলাফে বাড়ছে ৭৪৮টি ওষুধের দাম, তালিকায় কী কী?

Last Updated:

 শুধু ওষুধ নয়, তার পাশাপাশি স্টেন্ট–সহ বিভিন্ন কার্ডিয়াক ও অর্থোপেডিক ইমপ্লান্টের দামও বাড়ছে৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কলকাতা: আগামিকাল, ১ এপ্রিল থেকে ফের দেশ জুড়ে বাড়তে চলেছে অত্যাবশ্যকীয় বেশ কিছু ওষুধের দাম৷ যে ওষুধগুলির দাম বাড়তে চলেছে তার মধ্যে রয়েছে প্রেশার, সুগার, গ্যাস, জ্বর, বমি, রক্ত পাতলা করা, হাঁপানি, সিজোফ্রেনিয়া সহ মানসিক ওষুধ, এইডস-এর মতো রোগের একাধিক ওষুধ৷ ১.৭৪ শতাংশ হারে দাম বাড়তে চলেছে ওষুধগুলির৷
প্রতীকী ছবি৷
প্রতীকী ছবি৷
advertisement

পাইকারি মূল্যবৃদ্ধির সূচক মেনে ওষুধের দামে এই বার্ষিক পরিবর্তনে সায় দিয়েছে ন্যাশনাল ফার্মাসিউটিক্যাল প্রাইসিং অথরিটি (এনপিপিআর)৷ ২০১৩–র কেন্দ্রীয় ড্রাগ প্রাইস কন্ট্রোল অর্ডার (ডিপিসিও) মেনেই ওষুধের দামে এই মূল্যবৃদ্ধির নতুন ঊর্ধ্বসীমা ধার্য হতে চলেছে৷ মোট ৭৪৮টি অত্যাবশ্যকীয় ওষুধ ও তার বিভিন্ন প্যাকেজিং ও ফর্মুলেশনের উপর এই দাম বৃদ্ধি প্রযোজ্য হবে৷

আরও পড়ুন: ‘অশান্তির ফাঁদে পা দেবেন না’! অভিষেককে পাশে নিয়ে রেড রোড থেকে বাম-বিজেপিকে নিশানা মমতার

advertisement

শুধু ওষুধ নয়, তার পাশাপাশি স্টেন্ট–সহ বিভিন্ন কার্ডিয়াক ও অর্থোপেডিক ইমপ্লান্টের দামও বাড়ছে৷ পয়লা এপ্রিলের পর ওষুধ নির্মাতা সংস্থাদের জন্য নতুন বর্ধিত এমআরপির ওষুধ বাজারজাত করে পুরোনো এমআরপির ওষুধ বাজার থেকে তুলে নেওয়ার সবুজ সঙ্কেতও দেওয়া হয়েছে৷

যে যে ওষুধগুলি এই তালিকায় রয়েছে, তার মধ্যে সর্পাঘাত, মরফিনের মতো ক্যানসার রোগীদের ব্যথানাশক ওষুধও রয়েছে৷ আছে অসংখ্য অপরিহার্য স্টেরয়েড এবং জরুরি অ্যান্টিবায়োটিকও৷

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

এই অপরিহার্য ওষুধের তালিকায় রয়েছে বেশ কিছু নিত্য ব্যবহার্য প্যারাসিটামলের মতো ওষুধ৷ তার পাশাপাশি ব্যাক্টিরিয়া সংক্রমণ রোধে ব্যবহৃত অ্যাজিথ্রোমাইসিনের মতো অ্যান্টিবায়োটিক, অ্যান্টি-অ্যানিমিয়া মেডিকেশন, ভিটামিন, মিনারেলস এবং কিছু নির্দিষ্ট স্টেরয়েড।

বাংলা খবর/ খবর/কলকাতা/
Medicine Price Hike: সুগার, প্রেশার থেকে শুরু করে ক্যানসার! আগামিকাল থেকে একলাফে বাড়ছে ৭৪৮টি ওষুধের দাম, তালিকায় কী কী?
Open in App
হোম
খবর
ফটো
লোকাল