দক্ষিণ কলকাতার শ্যামাপ্রসাদ মুখার্জী রোডে বারবার পানীয় জলের পাইপ লাইন ফেটে বিপত্তি হচ্ছে। ১৪০০ মিলিমিটারের সেই বৃহৎ পাইপলাইনে এবার মেরামতির কাজ করবে কলকাতা পুরসভা। গার্ডেনরিচ জল সরবরাহ কেন্দ্র এবং বিভিন্ন বুস্টার পাম্পিং স্টেশনেও হবে সংস্কারের কাজ। এই কাজের জেরে শনিবার দুপুর, বিকাল ও রাতে বন্ধ থাকবে জল সরবরাহ।
আরও পড়ুন: কাশ্মীর ফাইলস থেকে গাঙ্গুবাই, অস্কার নমিনেশনের জন্য যুদ্ধে একাধিক ভারতীয় ছবি!
advertisement
আরও পড়ুন: ট্রেলার মুক্তি পেতেই ১ মিলিয়ন ভিউ! বনবাস ছেড়ে পাঠানের ধমাকা! বিতর্কের মাঝে বাদশার অ্যাকশন
কলকাতা পুরসভার পানীয় জল ও সরবরাহ বিভাগ সূত্রে জানা গিয়েছে, পরিষেবা চালু হবে ২২ জানুয়ারি সকাল থেকে। শনিবার সকালের পর থেকে পানীয় জলের এই সমস্যা চলবে ৬টি বরোতে। কোথাও আংশিক কোথাও বা পুরোপুরি বড়োর সমস্ত এলাকাতে। কলকাতা পুরসভার আট ও দশ নম্বর বরো এলাকার সমস্ত এলাকাতেই এই জলপরিষেবা বন্ধ থাকবে। এছাড়াও আংশিকভাবে ৯, ১১, ১২ ও ১৫ নম্বর বোরোতে জল সরবরাহে সমস্যা হতে পারে। চেতলা, কালীঘাট, হরিশপার্ক, রানিকুঠি, লয়েলকা, গল্ফগ্রীন, গড়ফা, গান্ধি ময়দান, মিস্টার পাম্পিং স্টেশন এলাকা সহ বেশ কিছু অঞ্চলে জল বন্ধ থাকতে পারে।