TRENDING:

KMC: কলকাতার 'এইসব' জায়গায় শনিবার বন্ধ পানীয় জল পরিষেবা, স্বাভাবিক হবে কখন? যা জানাল পুরসভা

Last Updated:

KMC: দক্ষিণ কলকাতার শ্যামাপ্রসাদ মুখার্জী রোডে বারবার পানীয় জলের পাইপ লাইন ফেটে বিপত্তি হচ্ছে। ১৪০০ মিলিমিটারের সেই বৃহৎ পাইপলাইনে এবার মেরামতির কাজ করবে কলকাতা পুরসভা। গার্ডেনরিচ জল সরবরাহ কেন্দ্র এবং বিভিন্ন বুস্টার পাম্পিং স্টেশনেও হবে সংস্কারের কাজ। এই কাজের জেরে শনিবার দুপুর, বিকাল ও রাতে বন্ধ থাকবে জল সরবরাহ।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কলকাতা: পাইপলাইন মেরামতি ও বুস্টার পাম্পিং স্টেশনে সংস্কারের কাজের  জন্য দক্ষিণ কলকাতার বিস্তীর্ণ এলাকায় পানীয় জল পরিষেবা বন্ধ থাকবে শনিবার৷ কালীঘাট থেকে টালিগঞ্জ, যাদবপুর থেকে বেহালার বাসিন্দারা ভুক্তভোগী হতে পারেন।
কলকাতা পুরসভা
কলকাতা পুরসভা
advertisement

দক্ষিণ কলকাতার শ্যামাপ্রসাদ মুখার্জী রোডে বারবার পানীয় জলের পাইপ লাইন ফেটে বিপত্তি হচ্ছে। ১৪০০ মিলিমিটারের সেই বৃহৎ পাইপলাইনে এবার মেরামতির কাজ করবে কলকাতা পুরসভা। গার্ডেনরিচ জল সরবরাহ কেন্দ্র এবং বিভিন্ন বুস্টার পাম্পিং স্টেশনেও হবে সংস্কারের কাজ। এই কাজের জেরে শনিবার দুপুর, বিকাল ও রাতে বন্ধ থাকবে জল সরবরাহ।

আরও পড়ুন: কাশ্মীর ফাইলস থেকে গাঙ্গুবাই, অস্কার নমিনেশনের জন্য যুদ্ধে একাধিক ভারতীয় ছবি!

advertisement

আরও পড়ুন: ট্রেলার মুক্তি পেতেই ১ মিলিয়ন ভিউ! বনবাস ছেড়ে পাঠানের ধমাকা! বিতর্কের মাঝে বাদশার অ্যাকশন

সেরা ভিডিও

আরও দেখুন
ফাঁকা জায়গার লাগবে না, আমবাগানেই হচ্ছে কুইন্টাল কুইন্টাল ফলন! বিনা ব্যয়ে লাভ পাচ্ছেন চাষি
আরও দেখুন

কলকাতা পুরসভার পানীয় জল ও সরবরাহ বিভাগ সূত্রে জানা গিয়েছে, পরিষেবা চালু হবে ২২ জানুয়ারি সকাল থেকে। শনিবার সকালের পর থেকে পানীয় জলের এই সমস্যা চলবে ৬টি বরোতে। কোথাও আংশিক কোথাও বা পুরোপুরি বড়োর সমস্ত এলাকাতে। কলকাতা পুরসভার আট ও দশ নম্বর  বরো এলাকার সমস্ত এলাকাতেই এই জলপরিষেবা বন্ধ থাকবে। এছাড়াও আংশিকভাবে ৯, ১১, ১২ ও ১৫ নম্বর বোরোতে জল সরবরাহে সমস্যা হতে পারে। চেতলা, কালীঘাট, হরিশপার্ক, রানিকুঠি, লয়েলকা, গল্ফগ্রীন, গড়ফা, গান্ধি ময়দান, মিস্টার পাম্পিং স্টেশন এলাকা সহ বেশ কিছু অঞ্চলে জল বন্ধ থাকতে পারে।

advertisement

বাংলা খবর/ খবর/কলকাতা/
KMC: কলকাতার 'এইসব' জায়গায় শনিবার বন্ধ পানীয় জল পরিষেবা, স্বাভাবিক হবে কখন? যা জানাল পুরসভা
Open in App
হোম
খবর
ফটো
লোকাল