পুরো পুজোটা উদ্বেগের মধ্যেই কেটেছে সৌরভ গঙ্গোপাধ্যায়ের পরিবারের৷ অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি ছিলেন ডোনা ৷ সৌরভ গঙ্গোপাধ্যায় তাই পাড়ার দুর্গাপুজো প্যান্ডেলে আনন্দ করলেও হাসপাতালঘর করেছেন৷ কয়েকদিনের মধ্যেই অবশ্য স্বস্তি দিয়ে বাড়ি ফিরেছেন ডোনা৷
আরও পড়ুন: হস্তক্ষেপ করল না সুপ্রিম কোর্ট, মুক্তি চেয়েও স্বস্তি পেলেন না মানিক
advertisement
মমতা বন্দ্যোপাধ্যায় সরকার এরাজ্যের ক্ষমতায় আসার পর থেকে বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজোকে আর চার-পাঁচদিনে সীমাবদ্ধ রাখেনি। বরং উৎসবকে ব্যপ্ত করে দিয়েছেন সময় এবং আয়োজনের নিরিখে। তাই সূচনালগ্নও যেমন এগিয়ে এসেছে, তেমনই বিসর্জনের বিষাদ ঢাকতে বছর কয়েক ধরে মুখ্যমন্ত্রীর এই কার্নিভালর আয়োজন। ২০১৯-এর পর দু’বছর কোভিডের জন্য এই মেগা কার্নিভাল আয়োজন করা যায়নি। তাই এবারের কার্নিভাল ঘিরে জাঁকজমক ছিল অনেক বেশি।
শনিবার বিকেলেই রেড রোড মেতে উঠেছিল পুজো কার্নিভ্যালে। মুখ্যমন্ত্রী নিজেই এ বারের কার্নিভ্যালটি সাজাতে চেয়েছিলেন বাংলার সংস্কৃতির আদলে। তাই মঞ্চটি পুরোপুরি তৈরি হয়েছে অনেকটা রাজবাড়ির স্থাপত্যের আদলে। লোকসংগীত ও লোকনৃত্য শিল্পীদের এবার বাড়তি কদর। ডোনা গঙ্গোপাধ্যায়ের ট্রুপও নজর কেড়েছিল সেখানে। অসুস্থ থাকা সত্ত্বেও ডোনা ও তাঁর দলের এই পারদর্শিতা সকলকেই ভাবিয়েছে, তার জন্যই মিলছে পুরস্কার ও সম্মান৷