বসন্তে ঝমঝমিয়ে বৃষ্টি! কোন কোন জেলা ভাসবে? দোলের আগে কেমন থাকবে কলকাতার আবহাওয়া? দেখুন আপডেট
সারা দেশে এই পরিসংখ্যান ছিল ৬,৩২৭ টি ডলফিন, ২৮টি নদী ও আটটি রাজ্যে প্রায় ৮,৫০০ কিলোমিটার জুড়ে এই সমীক্ষা চালানো হয়। তাতেই উঠে এসেছে এই তথ্য। ডলফিনের সংখ্যার নিরিখে রেকর্ড গড়েছে পশ্চিমবঙ্গ। বাংলায় ৮১৫টি নদী ডলফিনের আবাসস্থল রয়েছে। এই ৮১৫টি গাঙ্গেয় ডলফিন নিয়ে বাংলা দেশের মধ্যে তৃতীয় স্থানে রয়েছে।
advertisement
‘সুপারফুড’ হলেও অত্যন্ত বিপজ্জনক এই সবুজ শাক! ‘অক্সালেট’ থাকে, বেশি খেলেই ঝাঁঝরা হবে কিডনি!
বেশ কয়েকবছর ধরে গঙ্গাসাগর থেকে ডায়মন্ড হারবারের হুগলি নদী হয়ে ফারাক্কা পর্যন্ত এই সমীক্ষা চলছিল। সেই সমীক্ষার ফল আসায় খুশি সকলেই। ডলফিন নিয়ে এবার আরও সচেতনতা বৃদ্ধি করতে চলেছে প্রশাসন। এমনিতেই প্রতি বছর ডলফিন নিয়ে সচেতনতা বাড়াতে একাধিক কর্মসূচি পালন করা হয়। এবার থেকে সেগুলি আরও বাড়বে।
নবাব মল্লিক