এ দিনই আর জি কর কাণ্ডে সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট৷ হাইকোর্টের প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ এই নির্দেশ দেওয়ার পাশাপাশি আন্দোলনরক চিকিৎসকদের কাজে ফেরার আর্জি জানিয়েছিল৷ যদিও সেই আর্জিতে সাড়া না দিয়ে এবার আন্দোলনে নামতে চলেছেন সিনিয়র চিকিৎসকরাও৷ ফলে আগামিকাল সকাল ৮টা থেকে বিকেল ৪টে পর্যন্ত ওপিডি সহ রাজ্যের সরকারি বেসরকারি হাসপাতালগুলিতে চিকিৎসা পরিষেবা কার্যত থমকে যাওয়ার আশঙ্কা তৈরি হয়েছে৷
advertisement
আরও পড়ুন: ‘রাস্তায় পড়ে থাকা কোনও দেহ এটা নয়!’ আর জি কর কাণ্ড ‘পিকিউলিয়ার’, বললেন ক্ষুব্ধ প্রধান বিচারপতি
জয়েন্ট প্ল্যাটফর্ম অফ ডক্টরসদের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে, হাইকোর্ট সিবিআই তদন্তের নির্দেশ দেওয়ার পরেও আর জি কর হাসপাতালে প্রমাণ লোপাটের চেষ্টা চলছে৷ তারই প্রতিবাদে বুধবার ওপিডি বা আউটডোর পরিষেবা বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছেন তারা৷
চিকিৎসক সংগঠনের যৌথ মঞ্চের অভিযোগ, সিবিআই তদন্ত শুরুর আগেই আর জি করের চেস্ট ডিপার্টমেন্ট বিভাগে ভাঙচুর করা হচ্ছে৷ সংস্কারের নামে আসলে চিকিৎসককে নির্যাতন, খুনের ঘটনায় প্রমাণ লোপাটের চেষ্টা করা হচ্ছে বলেই চিকিৎসক সংগঠনের অভিযোগ৷ মূলত এই অভিযোগ তুলেই বুধবার ধর্মঘটের ডাক দেওয়া হয়েছে৷ চিকিৎসকদের প্রাইভেট চেম্বারেও বুধবার সকাল ৮টা থেকে ৪টে পর্যন্ত রোগী না দেখার আর্জি জানানো হয়েছে৷
আর জি কর কাণ্ডের প্রতিবাদে এতদিন রাজ্যের সরকারি হাসপাতালগুলিতে জরুরি বিভাগে পরিষেবা বন্ধ রেখেছিলেন জুনিয়র চিকিৎসকরা৷ এবার তাঁদের আন্দোলনকে সমর্থন জানিয়ে বুধবার রাজ্য জুড়ে ধর্মঘটের ডাক দিলেন সিনিয়র চিকিৎসকরাও৷