TRENDING:

Aniket Mahata: ডক্টর্‌স ফ্রন্ট থেকে ইস্তফা শুক্রবার, এবার আরজি কর হাসপাতালেই পোস্টিং পেলেন অনিকেত মাহাতো

Last Updated:

Aniket Mahata: অনিকেত মাহাতোকে আরজি কর মেডিক্যাল কলেজ হাসপাতালে পোস্টিং দিল স্বাস্থ্য দফতর। শুক্রবার অনিকেত মাহাতো, সিনিয়র রেসিডেন্ট পদ থেকে ইস্তফা দেওয়ার পরই আজ এই পোস্টিংয়ের নোটিফিকেশন প্রকাশ্যে আসে। 

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কলকাতাঃ অনিকেত মাহাতোকে আরজি কর মেডিক্যাল কলেজ হাসপাতালে পোস্টিং দিল স্বাস্থ্য দফতর। শুক্রবার অনিকেত মাহাতো, সিনিয়র রেসিডেন্ট পদ থেকে ইস্তফা দেওয়ার পরই আজ এই পোস্টিংয়ের নোটিফিকেশন প্রকাশ্যে আসে। যদিও স্বাস্থ্য দফতরের যে নোটিফিকেশন তাতে ৩১ ডিসেম্বর ২০২৫ রয়েছে।
অনিকেত মাহাতো
অনিকেত মাহাতো
advertisement

আরজি কর আন্দোলনের অন্যতম মুখ অনিকেত মাহাতো পশ্চিমবঙ্গ জুনিয়র ডক্টর্‌স ফ্রন্টের বোর্ড অফ ট্রাস্ট থেকে ইস্তফা দেন শুক্রবার। ট্রাস্টের সভাপতি পদে ছিলেন তিনি। বছরের প্রথম দিনেই তাঁর এই সিদ্ধান্ত প্রকাশ্যে আসে। বুধবার বোর্ডকে লেখা চিঠিতে তিনি ইস্তফার কারণ ব্যাখ্যা করেছেন। সূত্রের খবর, জুনিয়র ডক্টর্‌স ফ্রন্টের এগ্‌জ়িকিউটিভ কমিটিতে ভোটাভুটির মাধ্যমে সম্প্রতি ৩৭ জন নিয়োগ করা হয়ে। ট্রাস্ট এবং কমিটির মধ্যে দায়িত্ববণ্টন নিয়ে সংঘাতের সূত্রপাত।

advertisement

আরও পড়ুনঃ বরফের চাদরে মুড়ল ছাঙ্গু লেক, বছরের শুরুতেই মরশুমের প্রথম তুষারপাত, খুশিতে ভাসছে পর্যটকরা

প্রসঙ্গত, ২০২৪ সালের ৯ অগাস্ট আরজি কর হাসপাতালে কর্তব্যরত মহিলা চিকিৎসককে ধর্ষণ-খুনের পর পথে নেমেছিলেন জুনিয়র ডাক্তারেরা। অনিকেত সেই আন্দোলনের প্রথম সারিতে ছিলেন। এমনকি, ন্যায়বিচারের দাবি ও স্বাস্থ্য পরিকাঠামো সংস্কারের দাবিতে অনশনও করেছিলেন।

ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরস ফ্রন্টের তরফে অনিকেতের এই পোস্টিং জয় হিসেবেই দেখা হচ্ছে। তাঁরা বিজ্ঞপ্তিতে জানিয়েছে, “আপনারা ইতিমধ্যে অবগত ছিলেন হাইকোর্টের দুই বেঞ্চ ও সুপ্রিম কোর্টের নির্দেশে পরও দু-সপ্তাহের মধ্যে ডাঃ অনিকেত মাহাতোকে তার প্রাপ্য পোস্টিংয়ের জায়গা আর জি কর মেডিকেল কলেজে জয়েনিং অর্ডার না দেওয়ায় সাংগঠনিক সিদ্ধান্ত অনুযায়ী আমরা স্বাস্থ্যসচিব নারায়ণ স্বরূপ নিগমের বিরুদ্ধে আদালত অবমাননার মামলা করি। কিছুদিন আগেও যখন আমরা জবাব চাইতে স্বাস্থ্য ভবনে যাই তখন স্বাস্থ্য অধিকর্তারা বিশাল পুলিশি প্রহরা দিয়ে আমাদের প্রতিনিধিদলকে আটকে দেন, এবং আমাদের স্বাস্থ্যভবনে ঢুকতে অবধি দেওয়া হয় না। তখনই আমরা জানিয়ে এসেছিলাম আদালত অবমাননার জবাব যাতে তারা তৈরি রাখেন।”

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
অষ্টমেই থামবে না পড়াশোনা, ঘরের কাছেই মাধ্যমিকের স্বপ্নপূরণ! রতুয়ার বিরাট খুশির খবর
আরও দেখুন

বিজ্ঞপ্তিতে আরও রয়েছে, “অবশেষে সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী রাজ্য সরকার বাধ্য হয়েছে ডাঃ অনিকেত মাহাতোকে আরজি কর মেডিকেল কলেজে পোস্টিং দেওয়ার নোটিশ বার করতে।এই নোটিশটি আমরা আজ এখনই সংবাদ মাধ্যমের কাছ থেকে পেয়েছি, যদিও নোটিশে উল্লিখিত তারিখ দেখে আমরা অত্যন্ত হতবাক। এই জয় কেবল ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরস ফ্রন্ট বা ব্যক্তি ডাঃ অনিকেত মাহাতোর নয়, এ জয় আপামর গণতন্ত্রপ্রেমী শুভবুদ্ধি সম্পন্ন মানুষের জয় যারা প্রথম দিন থেকে এই সরকারের এই প্রতিহিংসামূলক ও তুঘলকি আচরণের বিরুদ্ধে সোচ্চার হয়েছেন তাদের সকলের জয়। এর সাথে বলে রাখা উচিত আমাদের বাকি দুই সহযোদ্ধা ডাঃ দেবাশিস হালদার ও ডাঃ আসফাকুল্লা নাইয়ার পোস্টিং পরিবর্তন সংক্রান্ত মামলাটিও হাইকোর্টের বিশ্বজিৎ বসুর বেঞ্চে নির্ধারিত ছিল , কিন্তু গত ০২.০১.২৬ তারিখে তিনি অবসর গ্রহণ করেছেন, এরপর এই মামলার শুনানি কোন বেঞ্চে চলবে তার আপডেট আমরা জানতে পারলেই সকলকে অবগত করব। সব শেষে বলার, এই আইনি জয় এক দৃষ্টান্ত তৈরি করল। যে কোনও জুনিয়র ডাক্তার এর উপর সরকার কোনো প্রতিহিংসামূলক ও বেআইনি কোনও আক্রমণ নামিয়ে আনলে ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরস ফ্রন্ট সর্বতভাবে তার বিরুদ্ধে লড়বে, অথবা তার লড়াইয়ের পাশে সর্বোচ্চ ভাবে থাকবে।”

advertisement

Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
বাংলা খবর/ খবর/কলকাতা/
Aniket Mahata: ডক্টর্‌স ফ্রন্ট থেকে ইস্তফা শুক্রবার, এবার আরজি কর হাসপাতালেই পোস্টিং পেলেন অনিকেত মাহাতো
Open in App
হোম
খবর
ফটো
লোকাল