পাশাপাশি তিনি এও বলেন, "তৃণমূলের ৯৯.৯% মানুষ এখনও সৎ। দু'একজনের বিরুদ্ধে যে অভিযোগ উঠেছে তার ব্যবস্থা আইন নেবে৷ এর জন্য সকলকে কুৎসা করা ঠিক নয়।"
উৎসবের মরসুম কেটে গেলেই রাজ্যজুড়ে পঞ্চায়েত ভোটের প্রস্তুতি শুরু হয়ে যাবে। তখন আর সেভাবে কর্মীদের একত্র করার সুযোগ না-ও মিলতে পারে বলেই মনে করছে তৃণমূল নেতৃত্বের একাংশ। তাই পঞ্চায়েত ভোট প্রসঙ্গে প্রস্তুতি নিয়ে নেতাজি ইনডোরে বুথস্তরীয় সমাবেশ অনুষ্ঠিত হল বৃহস্পতিবার৷ "কেষ্টকে বীরের সম্মানে ফিরিয়ে আনতে হবে", নেতাজি ইন্ডোর থেকে বড় বার্তা মমতার৷
advertisement
আরও পড়ুন: গরম থেকে রেহাই দিতে এবার বৃষ্টি জেলায় জেলায়, সঙ্গে ঝোড়ো হাওয়া! এবার ভাসবে পুজোও!
সাংগঠনিক দিক থেকে বুথকে শক্তিশালী করতে তৎপর হয়ে ওঠে সমস্ত রাজনৈতিক দলই। পঞ্চায়েত নির্বাচনের প্রস্তুতির শুরুতেই তাই নেতাজি ইন্ডোরে প্রায় ১৮০০ বুথ সভাপতি-সহ দলের সমস্ত স্তরের প্রতিনিধি নিয়ে সভা করে জোড়াফুল শিবির৷ সেখান থেকেই বিরোধীদের উদ্দেশ্যে নতুন স্লোগান তুললেন তৃণমূল সুপ্রিমো মমতা- 'জগাই মাধাই গদাই, এবার হবে বাই বাই৷'