পাঁচ রাজ্যের বিধানসভার ফলাফল নিয়ে জয়ের ব্যাপারে আশাবাদী দিলীপ ঘোষ। তাঁর কথায়, ''বিজেপির সরকার সব জায়গায় হবে। তবে পঞ্জাবে তো আমরা সরাসরি নেতৃত্ব দিইনি, অন্যান্য দলের সঙ্গে থাকতাম। এবারে আমরা নেতৃত্ব দিয়েছি, পঞ্জাবে ভালো ফল হবে।''
গোয়ায় কি তৃণমূল ফ্যাক্টর হবে। এ প্রসঙ্গে দিলীপ ঘোষ বলেন, ''তৃণমূল কোনো ফ্যাক্টর হবে না। গতবার গোয়ায় ত্রিশঙ্কু ছিল। আমাদের ১১ টা আসন ছিল, তাতেই আমরা সরকার চালিয়েছিলাম। এবারে আসন বাড়বে। সরকার আমাদের হবে।''
advertisement
আরও পড়ুন: হঠাৎ করেই সব কংগ্রেস প্রার্থীর রিসর্টে 'আত্মগোপন'! ফলপ্রকাশের আগেই গোয়ায় হলটা কী?
অপরদিকে, মাদক কাণ্ডে নাম জড়ানো পামেলা গোস্বামীকে বিজেপির যুব মোর্চার সাংস্কৃতিক সেলের ইনচার্জ পদে বসানো হয়েছে। এ প্রসঙ্গে দিলীপ ঘোষের প্রতিক্রিয়া, ''ঠিক আছে। নতুন নতুন লোক আনা হচ্ছে। এক্সপেরিমেন্ট করা হচ্ছে। যারা সাংস্কৃতিক জগতের মানুষ, তাদের সাংস্কৃতিক দায়িত্ব দেওয়া উচিত।''
আরও পড়ুন: ৮৫ লক্ষ লিটার! ১০৬১.৮৭ কোটি টাকা! নির্বাচন হওয়া ৫ রাজ্যে মদ-মাদকের 'রেকর্ড'
বিধানসভায় বিজেপির লাড্ডু বিতরণ প্রসঙ্গেও দিলীপ ঘোষ বলেন, ''পার্টি যখন ছোট ছিল আমি তখন লজেন্স বিতরণ করতাম। এখন পার্টি বড় হয়েছে, এখন লাড্ডু খাওয়ানো উচিত আনন্দের দিনে। তবে অন্যরা খাবেন কিনা জানি না, আমাদের লোকেরা তো খাবে।''