TRENDING:

Dilip Ghosh at Silicon Valley: বিশাল হোর্ডিংয়ে মমতার মুখ, ছবি তুলছেন দিলীপ ঘোষ, সাতসকালে নিউটাউনে হচ্ছেটা কী?

Last Updated:

রাজ্য সরকার অবশ্য শিল্প সম্মেলন এবং সিলিকন ভ্যালির সাফল্য নিয়ে বিরোধীদের সমালোচনাকে গুরুত্ব দিতে নারাজ৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#কলকাতা: নিউ টাউনের বিশ্ব বাংলা কনভেনশন সেন্টারে আজ থেকে শুরু হচ্ছে রাজ্য সরকারের আন্তর্জাতিক শিল্প সম্মেলন৷ তার আগে এ দিনই সকালে নিউটাউনের প্রস্তাবিত সিলিকন ভ্যালির জন্য চিহ্নিত জমি ঘুরে দেখলেন বিজেপি-র সর্বভারতীয় সহ সভাপতি দিলীপ ঘোষ৷ সিলিকন ভ্যালির ফাঁকা জমির ছবিও তুললেন বিজেপি নেতা৷ ছবি তোলেন মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি দেওয়া বিশালাকার হোর্ডিংয়েরও৷
সিলিকন ভ্যালির প্রস্তাবিত এলাকার বাইরে দিলীপ ঘোষ৷
সিলিকন ভ্যালির প্রস্তাবিত এলাকার বাইরে দিলীপ ঘোষ৷
advertisement

দিলীপ বাবুর কটাক্ষ, জাঁকজমক করে নিউ টাউনে বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলনের আয়োজন হচ্ছে৷ অথচ রাজ্য সরকার যে সিলিকন ভ্যালি নিয়ে এত প্রচার করেছে, সেখানে এখনও কোনও কাজই শুরু হয়নি৷ দিলীপ ঘোষের কথায়, 'আজ বেঙ্গল সাবমিট শুরু হচ্ছে৷ তাই আমার মনে হল সিলিকন ভ্যালি একবার ঘুরে দেখা উচিত৷ দু'- তিন বছর আগে এখানে চারিদিকে হোডিং দিয়ে ঘিরে ফেলা হয়েছিল৷ এখনও দু'-একটি মুখ্যমন্ত্রীর হোর্ডিং আছে, আর সবগুলি উধাও হয়ে গিয়েছে। হোগলার জঙ্গলে গরু-ছাগল ঘুরে বেড়াচ্ছে, এক কোদাল মাটি ও কাটা হয়নি৷'

advertisement

আরও পড়ুন: ৫ লক্ষ মহিলার হাতে আজ টাকা, শিল্প সম্মেলনের আকর্ষণের কেন্দ্রে লক্ষ্মীর ভান্ডার

বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলনের সাফল্য নিয়ে প্রশ্ন তুলে দিলীপবাবুর আরও কটাক্ষ, 'পশ্চিমবঙ্গের মানুষের সঙ্গে বিশ্বাসঘাতকতা হচ্ছে বছরের পর বছর৷ টাকার শ্রাদ্ধ করে শিল্প সম্মেলন করে লাভ কী হয়েছে? কত টাকা খরচ হয়েছে? বাংলার মানুষকে তা জানানো উচিত৷ এই নাটক বন্ধ হওয়া দরকার৷ এই সরকারের মুখ্যমন্ত্রীর বিশ্বাস যোগ্যতা নেই আর তার রাজ্যে কেউ শিল্প করবে?'

advertisement

আরও পড়ুন: রাজ্য সরকারি কর্মীদের জন্য বোনাস ঘোষণা নবান্নের! পাবেন 'ক্যাজুয়াল' কর্মীরাও

বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলন নিয়ে বরাবরই সমালোচনা করে এসেছে রাজ্য বিজেপি৷ এবারের সম্মেলনে আসার জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে আমন্ত্রণ জানিয়ে এসেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ সূত্রের খবর, বাংলার বিজেপি-র সাংসদদের তরফেই শিল্প সম্মেলনে না আসার জন্য প্রধানমন্ত্রীকে অনুরোধ করা হয়৷ শেষ পর্যন্ত নরেন্দ্র মোদি শিল্প সম্মেলনে আসছেন না বলেই খবর৷

advertisement

রাজ্য সরকার অবশ্য শিল্প সম্মেলন এবং সিলিকন ভ্যালির সাফল্য নিয়ে বিরোধীদের সমালোচনাকে গুরুত্ব দিতে নারাজ৷ কয়েকদিন আগেও রাজ্যের শিল্পমন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় দাবি করেছেন, সিলিকন ভ্যালি প্রকল্পেও তথ্যপ্রযুক্তি ক্ষেত্র থেকে বিপুল সাড়া পেয়েছে রাজ্য৷ প্রাথমিক ভাবে যে পরিমাণ জমি নিয়ে সিলিকন ভ্যালি তৈরির পরিকল্পনা করা হয়েছিল, বিপুল সংখ্যক আবেদন জমা পড়ায় তা আরও বাড়ানোর পরিকল্পনা করা হয়েছে৷

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
শীতের মরশুম এলেই গৃহবধূদের উপরি রোজগার! সংসার সামলে ছুটছেন মোয়ার দোকানে
আরও দেখুন

Anup Chakraborty

Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
বাংলা খবর/ খবর/কলকাতা/
Dilip Ghosh at Silicon Valley: বিশাল হোর্ডিংয়ে মমতার মুখ, ছবি তুলছেন দিলীপ ঘোষ, সাতসকালে নিউটাউনে হচ্ছেটা কী?
Open in App
হোম
খবর
ফটো
লোকাল