TRENDING:

Dilip Ghosh: "যে সিস্টেমে দল চলছে..." পুরভোটের প্রার্থী নিয়ে বড় ঘোষণা দিলীপ ঘোষের, 'খেলা-মেলা' কটাক্ষ মমতা সরকারকে!

Last Updated:

Dilip Ghosh: মুখ খুললেন বিজেপির সর্বভারতীয় সহ-সভাপতি দিলীপ ঘোষ। তাঁর সাফ দাবি, "দল কারোর দিকে তাকিয়ে চলবে না।"

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
advertisement

আরও পড়ুন: বছরশেষের আনন্দ মাটি? আজ থেকেই বৃষ্টি বাংলার জেলায় জেলায়! তালিকায় Kolkata? রাজ্যের আবহাওয়ার Winter আপডেট...

প্রবীণ বিজেপি নেতার (Dilip Ghosh) মন্তব্য, “অনেকেই হতাশ হয়ে পড়েন। অনেকে ভাবেন আমার টিকিট পাওয়া উচিত। না পেলেই মনের মধ্যে ক্ষোভ তৈরি হয় তাঁদের। কিন্তু পার্টি একটা সিস্টেমে চলবে। কোনও ব্যক্তি দেখে বা কারোর পছন্দমতো পার্টি চলবে না। ” প্রার্থী নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, "যে লড়াই দেবে সে প্রার্থী হবে। দেখা হবে, কার জেতার সম্ভাবনা বেশি। তবে পুরানো কার্যকর্তাদেরও প্রার্থী করা উচিত বলেই মনে করি।"

advertisement

বৃহস্পতিবার রাজ্যের করোনা পরিস্থিতি নিয়েও মুখ খোলেন দিলীপ ঘোষ (Dilip Ghosh)। তিনি বলেন, "একটা ভয়ের পরিবেশ তৈরি হয়েছে, বাস্তবটা চিকিৎসকরা বলবেন। তবে বিভিন্ন রাজ্য খেলা, মেলা, উৎসব সব বন্ধ করলেও এই রাজ্যে তা হচ্ছে না। আমাদের সরকার কোনও ব্যবস্থা নেয়নি। এখানকার মানুষ ঢিলেঢালা একটু বেশি। আর সরকারের তরফেও নজর কম দেওয়া হয়েছে এই সতর্কতার বিষয়ে।"

advertisement

আরও পড়ুন:  রাস্তায় লুটিয়ে প্রাক্তন সৈনিক! দেখেও নীরব দর্শক পুলিশ? চরম উদাসীনতায় বাকরুদ্ধ ধূপগুড়ি...

দিলীপ (Dilip Ghosh) ঘোষ রাজ্য সরকারকে কটাক্ষ করে এদিন আরও বলেন, "উত্তরপ্রদেশের নির্বাচন অনেক দেরিতে তাও বন্ধ করার চেষ্টা করা হচ্ছে, মজার ব্যাপার দেখি এখানে উপনির্বাচনে করোনা সবাই ভুলে গেল। আবার এখানে অন্য রাজ্যের ভয় দেখানো হচ্ছে! এই রাজ্যে করোনাকে নির্বাচনের সঙ্গে যুক্ত করা হচ্ছে। তাঁর মতে, "মনে হয় একটা সময় হয়েছে টিম তৈরি করে নির্বাচন হবে কিনা, উৎসব হবে কিনা ঠিক করুক।"

advertisement

আরও পড়ুন: উদ্বেগের নাম Omicron! বর্ষবরণের মুখে লাফিয়ে বাড়ল দেশের করোনাগ্রাফ, দেখুন Latest Report...

সেরা ভিডিও

আরও দেখুন
'আসছে বছর আবার হবে'! দিঘার সমুদ্রে বিলীন দেবী দুর্গা, ঢেউয়ের গর্জনে মিশল বিদায়ের সুর
আরও দেখুন

বিজেপির সর্বভারতীয় সহ-সভাপতি এদিন আরও বলেন, "এটা উৎসবের মরসুম। তাতেই করোনা ছড়ায় বেশি। সমস্ত ব্যাপার চিন্তা ভাবনা করে সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া উচিত। রাজনীতির লোক সিদ্ধান্ত নিলে তাতে সমস্যা হতে পারে।" গঙ্গাসাগর মেলার নাম না করেই এদিন রাজ্য সরকারের সিদ্ধান্তের সমালোচনা করে কুম্ভমেলার প্রসঙ্গ তোলেন দিলীপ ঘোষ। তিনি বলেন, "গতবার কুম্ভ মেলা বন্ধ হয়েছে, দুর্গাপুজোয় বিধিনিষেধ ছিল। এক্ষেত্রেও ভাবা উচিত আগেভাগেই। কারণ, পরিস্থিতি যদি একবার হাতের বাইরে চলে যায় তবে চিন্তার বিষয় হবে। সময় থাকতে সর্তক থাকা উচিত বলেই মনে করি। যদিও সেটা এই রাজ্য সরকারের অভ্যাস কম।"

advertisement

বাংলা খবর/ খবর/কলকাতা/
Dilip Ghosh: "যে সিস্টেমে দল চলছে..." পুরভোটের প্রার্থী নিয়ে বড় ঘোষণা দিলীপ ঘোষের, 'খেলা-মেলা' কটাক্ষ মমতা সরকারকে!
Open in App
হোম
খবর
ফটো
লোকাল