মঙ্গলবার বইমেলার ২৪৫ নম্বর জনবার্তার স্টল উদ্বোধন করেন রাজ্য বিজেপির প্রাক্তন সভাপতি দিলীপ ঘোষ। তিনি পরে বিশ্বহিন্দু পরিষদের স্টলেও গিয়েছিলেন। সেই যাওয়ার পথেই পড়ে জাগোবাংলার স্টল। সেখানে ছিলেন দোলা। এ বারে জাগোবাংলার স্টল তৈরি করা হয়েছে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের কথা মাথায় রেখে। আকর্ষণীয় স্টলে প্রতিবারের মতো এ বারেও লোকগানের আয়োজন করা হয়েছে। পথে যেতে যেতেই দিলীপ দেখতে পান, স্টলে আছেন দোলা।
advertisement
আরও পড়ুন: 'ছেলে কই, ছেলে কই...' পুকুরের দিকে এগিয়ে গিয়ে হাড়হিম দৃশ্য দেখল বাবা-মা!
সেই সময়ে হাত নাড়েন দিলীপ। বলেন, দোলা দি, নমস্কার। দিলীপকে দেখে এগিয়ে আসেন দোলা। আমন্ত্রণ জানিয়ে বলেন, স্টলে আসতে। কিন্তু আজ বইমেলায় ঠাসা কর্মসূচি ছিল দিলীপের। তাই দিলীপ পাল্টা বলেন, আজ নয়, অন্য এক দিন আসব। আপনার গান শুনতে আসব এক দিন। দোলাও হাসি মুখে বলেন, নিশ্চয়ই। রাজনৈতিক সৌজন্যের অনন্য ছবি তৈরি হয় মুহূর্তে।
আরও পড়ুন: যা আশা ছিল, আর নেই! কেন এমন কথা বললেন দিলীপ ঘোষ?
পরে একান্তে দিলীপ ঘোষ বলেন, হতে পারে আমরা দুই বিরোধী রাজনৈতিক দলের সদস্য। তবে সাংসদ হওয়ার সুবাদে রাজনীতির বাইরেও দোলা সেনের সঙ্গে আমার আলাপ আছে, কথাবার্তাও হয়। সাধারণ সৌজন্য বজায় রাখা আমার মনে হয় সকলরেই কর্তব্য। উনি আমার বিরোধী রাজনীতির মানুষ হলেও সেই সৌজন্যের জায়গা থেকেই আজ কথা হয়েছে।
Arup Dutta