TRENDING:

Dilip Ghosh: বিয়েতে থাকছেন না, মা বিয়েতে বসার আগে মুখ খুললেন রিঙ্কু পুত্র! কী বললেন দিলীপ ঘোষকে নিয়ে?

Last Updated:

বঙ্গ রাজনীতিতে এক বিশেষ দিন আজ। বৈশাখী সন্ধ্যায় বিয়ে করতে চলেছেন দিলীপ ঘোষ। চার হাত এক হতে চলেছে দিলীপ ঘোষ এবং রিঙ্কু মজুমদারের। কিন্তু, বিয়েতে থাকছেন না রিঙ্কু মজুমদারের পুত্র প্রীতম মজুমদার।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কলকাতা: বঙ্গ রাজনীতিতে এক বিশেষ দিন আজ। বৈশাখী সন্ধ্যায় বিয়ে করতে চলেছেন দিলীপ ঘোষ। চার হাত এক হতে চলেছে দিলীপ ঘোষ এবং রিঙ্কু মজুমদারের। কিন্তু, বিয়েতে থাকছেন না রিঙ্কু মজুমদারের পুত্র প্রীতম মজুমদার। বিয়েতে না থাকলেও দিলীপ ঘোষের মতন ভাল মানুষকে তাঁর মা জীবনসঙ্গী হিসাবে পাওয়াতে তিনি অত্যন্ত খুশি, এমনটাই জানালেন প্রীতম। তিনি বলেন, “আমি অত্যন্ত খুশি, মা দিলীপ ঘোষের মতো একজন ভালো মানুষের সঙ্গে বাকি জীবন কাটাবে।”
মায়ের বিয়ে নিয়ে কী বললেন রিঙ্কু পুত্র প্রীতম। (ছবি- নিজস্ব)
মায়ের বিয়ে নিয়ে কী বললেন রিঙ্কু পুত্র প্রীতম। (ছবি- নিজস্ব)
advertisement

বিয়েতে না থাকার প্রসঙ্গে তিনি জানান, যেহেতু মায়ের বিয়েতে ছেলেকে থাকতে নেই, তাই বিয়েতে থাকছেন না তিনি। আপাতত দিঘায় ঘুরতে গিয়েছেন রিঙ্কু পুত্র।

প্রসঙ্গত, শুক্রবার বাংলা বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি বিবাহবন্ধনে আবদ্ধ হবেন। দিলীপের মা-সহ অন্য পরিজন এবং রিঙ্কু মজুমদারের বাড়ির উপস্থিতিতেই সম্পন্ন হবে বিয়ের আসর।

আরও পড়ুন: ‘অনেকদিন ভোজ খাওয়া হয়নি!’- দিলীপ ঘোষের বিয়েতে শুভেচ্ছা জানিয়ে কী আবদার অগ্নিমিত্রার?

advertisement

এই প্রসঙ্গে রিঙ্কু জানান, “পুরোহিত আসবে সাড়ে ১১টা নাগাদ। সিঁদুর পরিয়েই বিয়ে হবে।” বিয়ের আমন্ত্রিতের সংখ্যা ঘরোয়া রাখা হয়েছে। রিঙ্কু জানান, “আমন্ত্রিতের ৫০ জন নেতা থাকার কথা।”

আরও পড়ুন: মাছের রকমারি পদ, আমের চাটনী… সন্ধের মেনুতে কী কী লোভনীয় পদ? জানালেন রিঙ্কুই

advertisement

রিঙ্কু নিজেই জানিয়েছেন তিনি প্রথম দেখাতেই প্রেমে পড়েছিলেন দিলীপের। তাঁর রাফ অ্যান্ড টাফ মেজাজটাই তাঁকে আকর্ষণ করত। তিনি বলেন, ‘ও অবশ্য বলে দিয়েছে আশা কোরো না ফুচকা খাওয়াতে নিয়ে যাব, শপিংয়ে নিয়ে যাব। তবে আমার আর ওর অনেক মিল আছে। রান্না করে ছোট মাছ খাওয়াব। ওটা খেতে ও খুব ভালবাসে।’

advertisement

আর হানিমুনে কোথায় যাওয়ার ইচ্ছা? রিঙ্কু জানান, ‘হানিমুন ডেস্টিনেশন হিসেবে শিমলা বা গোয়া যাওয়ার কথা হয়েছে। তবে এখন যেতে পারব কি না জানি না।’

দিলীপের বিবাহের খবর জানাজানি হওয়ার পর থেকে শুভেচ্ছার ঢল নেমেছে। রাজ্য বিজেপির নেতারা শুক্রবার তাঁর বাড়িতে গিয়ে শুভেচ্ছা জানিয়েছেন।

সেরা ভিডিও

আরও দেখুন
ট্রেন, ফ্লাইট বুকিং করার দরকার নেই! রামেশ্বরম দর্শন হোক ঘরের কাছে! কোথায় রয়েছে এই সুযোগ?
আরও দেখুন

দলের নেতৃত্বের তরফ থেকে দিলীপ ঘোষকে বিয়ের শুভেচ্ছা জানাতে এসেছিলেন সুকান্ত মজুমদার, লকেট চট্টোপাধ্যায়-সহ দলের সাংগঠনিক পদাধিকারীরা। বিয়ের আসরে থাকতে পারবেন না সুকান্ত মজুমদার। তাই সকালেই শুভেচ্ছা পর্ব সেরে গেলেন। সংঘের প্রচারক হলেও কোন শর্তে বিয়ে করা যায় সেই বিষয়ে বিস্তারিত জানালেন তিনি।

advertisement

বাংলা খবর/ খবর/কলকাতা/
Dilip Ghosh: বিয়েতে থাকছেন না, মা বিয়েতে বসার আগে মুখ খুললেন রিঙ্কু পুত্র! কী বললেন দিলীপ ঘোষকে নিয়ে?
Open in App
হোম
খবর
ফটো
লোকাল