Dilip Ghosh: মাছের রকমারি পদ, আমের চাটনী... সন্ধের মেনুতে কী কী লোভনীয় পদ? জানালেন রিঙ্কুই

Last Updated:

বঙ্গ রাজনীতিতে এক বিশেষ দিন আজ। বৈশাখী সন্ধ্যায় বিয়ে করতে চলেছেন দিলীপ ঘোষ। শুক্রবার বাংলা বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি বিবাহবন্ধনে আবদ্ধ হবেন। দিলীপের মা-সহ অন্য পরিজন এবং রিঙ্কু মজুমদারের বাড়ির উপস্থিতিতেই সম্পন্ন হবে বিয়ের আসর।

দিলীপ-রিঙ্কুর বিয়ের মেনুতে থাকছে নানা রকমারি পদ। জানেন কী কী?
দিলীপ-রিঙ্কুর বিয়ের মেনুতে থাকছে নানা রকমারি পদ। জানেন কী কী?
কলকাতা: বঙ্গ রাজনীতিতে এক বিশেষ দিন আজ। সন্ধ্যায় বিয়ে করতে চলেছেন দিলীপ ঘোষ। শুক্রবার বাংলা বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি বিবাহবন্ধনে আবদ্ধ হবেন। দিলীপের মা-সহ অন্য পরিজন এবং রিঙ্কু মজুমদারের বাড়ির উপস্থিতিতেই সম্পন্ন হবে বিয়ের আসর।
কিন্তু,জানেন কি বিয়ের মেনুতে কী কী থাকবে? রিঙ্কু জানান, “আজকের মেনুতে মাছ থাকবে। ভেজ কিছু রাখছি। মিষ্টি আছে কয়েকরকম। পুরোহিত আসবে সাড়ে ১১টা নাগাদ। সিঁদুর পরিয়েই বিয়ে হবে।”
জানা গিয়েছে, শহরের একটি নামজাদা দোকান থেকে বৃহস্পতিবার দুপুরবেলা মিষ্টি গিয়েছে দিলীপ ঘোষের বাড়ি। মোট পাঁচ ডালা মিষ্টি গিয়েছে। প্রতিটি ডালায় ছিল নলেন গুড়ের তবক, দানাপাক, জলভরা, এবং রোজ ক্রিম মিষ্টি।
advertisement
advertisement
advertisement
বিয়ের আমন্ত্রিতের সংখ্যা ঘরোয়া রাখা হয়েছে। এই প্রসঙ্গে রিঙ্কু জানান, “আমন্ত্রিতের মধ্যে ৫০ জন নেতা থাকার কথা।” রিঙ্কু নিজেই জানিয়েছেন তিনি প্রথম দেখাতেই প্রেমে পড়েছিলেন দিলীপের। তাঁর রাফ অ্যান্ড টাফ মেজাজটাই তাঁকে আকর্ষণ করত। তিনি বলেন, ‘ও অবশ্য বলে দিয়েছে আশা কোরো না ফুচকা খাওয়াতে নিয়ে যাব, শপিংয়ে নিয়ে যাব। তবে আমার আর ওর অনেক মিল আছে। রান্না করে ছোট মাছ খাওয়াব। ওটা খেতে ও খুব ভালবাসে।’
advertisement
আর হানিমুনে কোথায় যাওয়ার ইচ্ছা? রিঙ্কু জানান, ‘হানিমুন ডেস্টিনেশন হিসেবে শিমলা বা গোয়া যাওয়ার কথা হয়েছে। তবে এখন যেতে পারব কি না জানি না।’
আরও পড়ুন: হানিমুনে কোথায় যাচ্ছেন? পাহাড় না সমুদ্র? নিজেই জানালেন দিলীপ-পত্নী রিঙ্কু
দিলীপের বিবাহের খবর জানাজানি হওয়ার পর থেকে শুভেচ্ছার ঢল নেমেছে। রাজ্য বিজেপির নেতারা শুক্রবার তাঁর বাড়িতে গিয়ে শুভেচ্ছা জানিয়েছেন।
advertisement
দলের নেতৃত্বের তরফ থেকে দিলীপ ঘোষকে বিয়ের শুভেচ্ছা জানাতে এসেছিলেন সুকান্ত মজুমদার, লকেট চট্টোপাধ্যায়-সহ দলের সাংগঠনিক পদাধিকারীরা। বিয়ের আসরে থাকতে পারবেন না সুকান্ত মজুমদার। তাই সকালেই শুভেচ্ছা পর্ব সেরে গেলেন। সংঘের প্রচারক হলেও কোন শর্তে বিয়ে করা যায় সেই বিষয়ে বিস্তারিত জানালেন তিনি।
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
Dilip Ghosh: মাছের রকমারি পদ, আমের চাটনী... সন্ধের মেনুতে কী কী লোভনীয় পদ? জানালেন রিঙ্কুই
Next Article
advertisement
'কেন Gen Z তাঁর কথা শুনবে...?' বিহারের যুবসমাজের উপর রাহুলের প্রভাব, নস্যাৎ করলেন প্রশান্ত কিশোর
'কেন Gen Z তাঁর কথা শুনবে...?' বিহারের যুবসমাজের উপর রাহুলের প্রভাব নস্যাৎ করলেন পিকে
  • 'যখন বিহারের মানুষই রাহুল গান্ধির কথা শুনছেন না, তখন Gen Z -রা কেন তার কথা শুনবেন?' বিহার নির্বাচনী আবহে রবিবার লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধিকে তীব্র আক্রমণ করলেন প্রশান্ত কিশোর

VIEW MORE
advertisement
advertisement