আরও পড়ুন- টমেটো কেচাপে ভেস্তে গেল সুপারি হত্যা! স্বামীকে মারতে চেয়ে গুণ্ডাসহ হাজতে স্ত্রী
দিলীপ আরও বলেন, “রাজ্য সভাপতির পদকে সম্মানের সঙ্গে ধরে রাখার জন্য যা করার আমি করেছি। ফলে, বিজেপি ছাড়া নিয়ে যারা দিবাবপ্ন দেখছেন, তারা দেখতেই পারেন। তাতে আমার কিছু যায় আসে না। আমি বিজেপিতে ছিলাম, আছি এবং থাকব।” বিজেপি সূত্রের খবর, দলের হেস্টিংস দফতরে অমিত মালব্যর মাধ্যমে দিলীপ ঘোষের সঙ্গে কথা বলেন জে পি নাড্ডা৷ ভবিষ্যতে যাতে সিবিআই বা কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার সম্পর্কে ধরনের মন্তব্য করার আগে তিনি সতর্ক থাকেন সেই বার্তাও দেওয়া হয় দিলীপ ঘোষকে৷
advertisement
গত বেশ কয়েক দিন ধরেই ক্রমাগত সিবিআই সম্পর্কে অসন্তোষ প্রকাশ করে চলেছেন দিলীপ৷ মূলত ভোট পরবর্তী হিংসা মামলায় সিবিআইয়ের নিষ্ক্রিয়তা নিয়ে ক্ষোভ প্রকাশ করেছিলেন দিলীপ ঘোষ৷ দিলীপ ঘোষ দলের নেতৃত্বকে বোঝানোর চেষ্টা করেন, ভোট পরবর্তী মামলায় রাজ্য বিজেপির চেষ্টাতেই সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছিল আদালত৷ কিন্তু তার পরেও গত কয়েক মাসে এই মামলায় কোনও অভিযুক্তেরই শাস্তির ব্যবস্থা করতে পারেনি সিবিআই৷ যা নিয়ে দলের নিচু তলার কর্মী এবং নিহত বিজেপি কর্মীদের পরিবারের মধ্যে ক্ষোভ বাড়ছে৷ যদিও দিলীপ ঘোষের এই যুক্তি মানতে চাননি বিজেপি সভাপতি৷
আরও পড়ুন- "অ্যালোপ্যাথিকে গালাগাল করতে পারেন না," সুপ্রিম কোর্টের তিরস্কার রামদেবকে
তবে কেন্দ্রীয় নেতৃত্বের বারণ সত্ত্বেও নিজের অবস্থানেই অনড় বিজেপি নেতা দিলীপ ঘোষ৷ ফের তিনি বলেন, “কার সিবিআই দেখার দরকার নেই৷ পাবলিকের টাকায় চলছে, খারাপ লাগলে বলতে পারব না?” এখানেই না থেমে থেকে দিলীপ বলেন, “সাধারণ মানুষের জন্য রাজনীতি করি৷ রাজ্যে পরিবর্তনের জন্য লড়াই করছি৷ কাউকে সন্তুষ্ট করার জন্য রাজনীতি করি না।”