সায়নীর গ্রেফতারি প্রসঙ্গে ত্রিপুরা পুলিশকেই সমর্থন করেছেন দিলীপ। তাঁর কথায়, ''ঠিক করেছে, মুখ্যমন্ত্রীর সভায় বলছে খেলা হবে! এত হিম্মত কী করে হয়। ওরা ভেবেছিল, ওটা ডায়মন্ডহারবারের পুলিশ। ওর নামে কেস হওয়া উচিত। আমার উপর এত আক্রমণ হয়েছে, চুনোপুঁটি নেতাদের ঢিল মারলে কষ্ট পাচ্ছেন কেন?'' কটাক্ষের সুরে দিলীপ ঘোষ বলেন, ''যা ডেমো দিচ্ছে ত্রিপুরায়, খেলা শুরু হলে কী হবে জানি না।''
advertisement
অভিষেকের মিছিলের অনুমতি না দেওয়ার প্রসঙ্গেও দিলীপের সংযোজন, ''মিছিলের অনুমতি এখানেও তো দেয় না আমাদের। খেলা হয়, তবে মিছিলের অনুমতি দেয় না।'' সায়নী ঘোষের গ্রেফতারি প্রসঙ্গে দিলীপ ঘোষ আরও বলেন, ''জামিনের জন্যও সুপ্রিম কোর্টে যেতে হতে পারে। সবে শুরু হয়েছে। ওদের সাংসদরা সব জায়গায় যান, অনেকেই এখন টিকিট ক্যানসেলও করছে। গোয়াতেও এই ট্রিটমেন্ট না হয়, সেটা ভেবে যান।''
পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কেও কটাক্ষ করে দিলীপ ঘোষ বলেন, ''উনি কোথায় কোথায় যাবে ঠিক করুন। গোয়া, ত্রিপুরা বাংলা হবে, মানুষ সেই সুযোগ দেবে না।''
আরও পড়ুন: ত্রিপুরা এয়ারপোর্টের বাইরে কালো ব্যাগ, সামনেই অভিষেকের কনভয়! মারাত্মক অভিযোগ
আরও পড়ুন: ভারতী ঘোষকে বড় দায়িত্ব দিল BJP! প্রাক্তন IPS-কে ঘিরে গেরুয়া শিবিরে জারি গুঞ্জন
জলপাইগুড়িতে তৃণমূল নেতা খুনের ঘটনাতেও দিলীপ ঘোষ টেনে এনেছেন ত্রিপুরা প্রসঙ্গ। তাঁর কথায়, ''ত্রিপুরায় বলে এসেছেন, একটা মারলে পাঁচটা মারবে। এবার লাশ তো পড়বেই। সব দুষ্কৃতীরা তৃণমূলে আছে। ত্রিপুরায় এত লোক যাচ্ছে, কেউ তো বলে না এমন। কত বড় আহাম্মক, তারা আবার ফেসবুক লাইভ করছে।''