TRENDING:

Dilip Ghosh: 'তৃণমূল নেতারাই প্ল্যান বদলে দিয়েছিলেন', বউবাজার নিয়ে বিস্ফোরক অভিযোগ দিলীপ ঘোষের

Last Updated:

Dilip Ghosh: বউবাজার মেট্রোর গোটা বিষয়টির জন্য তৃণমূল নেতাদের কাঠগড়ায় তুললেন বিজেপি-র সর্বভারতীয় সহ সভাপতি দিলীপ ঘোষ।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#কলকাতা: মেট্রোর কাজ শুরু হতেই ফের ফাটল। বুধবার রাতে বউবাজারের দুর্গা পিতুরি লেনের বেশ কয়েকটি বাড়িতে ফাটল ধরা পড়েছে। খসে পড়ছে ছাদের চাঙর। দেওয়ালের পলেস্তারা খসে পড়ছে। এমনকী, ফাটল আছে মেঝেতেও। ভয়ে বাড়ি ছাড়ছেন বাসিন্দারা। গত ২০১৯ সালের অগাস্ট মাসেও এই বাড়িগুলিতে ফাটল ধরা পড়েছিল। তখন অবশ্য এই সব বাসিন্দাদের পাঠানো হয়েছিল হোটেলে। ফাটলের মেরামতি করা হয়েছিল। আবার সেই ফাটল যেমন ফিরে এসেছে। তেমনই নতুন কিছু ফাটল দেখা গেছে। আর এই গোটা বিষয়টির জন্য তৃণমূল নেতাদের কাঠগড়ায় তুললেন বিজেপি-র সর্বভারতীয় সহ সভাপতি দিলীপ ঘোষ (Dilip Ghosh)।
বিস্ফোরক অভিযোগ দিলীপ ঘোষের
বিস্ফোরক অভিযোগ দিলীপ ঘোষের
advertisement

কী বললেন দিলীপ বাবু? বুধবার রাতে বউবাজারের এই ঘটনা প্রসঙ্গে এদিন তিনি বলেন, ''এর জন্য মেট্রো রেল দায়ী নয়। মেট্রো রেল যে ড্রয়িং করেছিল, সেটা তৃণমূল নেতারাই পাল্টে দিয়ে বউবাজার দিয়ে ঘুরিয়ে দিয়েছিলেন। তড়িঘড়ি করতে গিয়ে এটা হয়েছে। কিছু ডিফেক্ট আছে হয়ত ওখানে, তাই বারবার এমনটা ঘটছে। এখন কলকাতার মানুষকে পাতাল প্রবেশের আগে ভয়েভয়ে বেঁচে থাকতে হবে। খুবই চিন্তার বিষয়। মানুষের জীবনের সুরক্ষা দিতে পারছে না এই তৃণমূল সরকার।''

advertisement

আরও পড়ুন: তৃণমূলে বিশেষ দায়িত্ব পেলেন ফিরহাদ-অরূপ-সায়নী-ব্রাত্য, তৈরি হল রোস্টার!

যদিও দিলীপ ঘোষকে পাল্টা তোপ দেগেছেন তৃণমূল সাংসদ শান্তনু সেন। কটাক্ষের সুরে তিনি বলেন, ''দিলীপ ঘোষের বোঝা উচিৎ মেট্রো রেল চালায় কেন্দ্রীয় সরকারের রেল দফতর। সেই মেট্রো রেলের প্ল্যান যদি তৃণমূল বদলে দিতে পারে, তাহলে দিলীপ বাবুদের লজ্জায় পদত্যাগ করা উচিৎ। তৃণমূল যদি রেলের প্ল্যান বদলে দিতে পারে, তাহলে ভারত থেকে বিজেপিকেও যে তৃণমূল উৎখাত করতে পারে, সে বিষয়ে দিলীপ বাবুদের এখন থেকেই ভাবা উচিৎ।''

advertisement

আরও পড়ুন: আতঙ্কের নাম বউবাজার, আড়াই বছর পর ফের ফিরল ভয়, আর ফেরা যাবে বাড়িতে?

এদিন দুর্গাপুত্রের বেনাচিতি বাজারে দলীয় কর্মীদের নিয়ে চা চক্রে যোগ দেন দিলীপ ঘোষ। সেখানে তাঁর সঙ্গে ছিলেন দুর্গাপুর পশ্চিমের বিজেপি বিধায়ক লক্ষণ ঘোড়ুই ও জেলা বিজেপি সাধারণ সম্পাদক অভিজিত দত্ত। সেখানে দিলীপ ঘোষ আরও বলেন, ''তৃণমূল সরকার কন্ট্রোল করতে পারছে না রাজ্যটাকে আর এর জন্য যে যার মতো করে কাজ করছে। বালি কয়লার বেআইনি টাকা নিয়ে ভিন রাজ্য জয়ের স্বপ্ন দেখছে তৃণমূল, সেই আশা অধরা থেকে যাবে তৃণমূলের। পেট্রোলের দাম বৃদ্ধির কথা বলছেন দিদিমনি, আর আলুর দাম বাড়ছে রাজ্যে, আবার এই রাজ্যে পেট্রোলের দাম অন্য রাজ্যের থেকে বেশি। এর উত্তর নেই তৃণমূলের কাছে।''

advertisement

বাংলা খবর/ খবর/কলকাতা/
Dilip Ghosh: 'তৃণমূল নেতারাই প্ল্যান বদলে দিয়েছিলেন', বউবাজার নিয়ে বিস্ফোরক অভিযোগ দিলীপ ঘোষের
Open in App
হোম
খবর
ফটো
লোকাল