TRENDING:

'ভাইয়ের এ রকম বীরগতি হবে না তো?' অনুব্রতকে নিয়ে রহস্য বাড়ালেন দিলীপ ঘোষ!

Last Updated:

Dilip Ghosh: বৃহস্পতিবার ইকোপার্কে মর্নিংওয়াক সেরে বিজেপির সর্বভারতীয় সহ সভাপতি দিলীপ ঘোষ একের পর এক বিষয়ে আক্রমণ শানান তৃণমূলের উদ্দেশ্যে।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#কলকাতা: ফের তৃণমূলকে একহাত নিলেন দিলীপ ঘোষ। বৃহস্পতিবার ইকোপার্কে মর্নিংওয়াক সেরে বিজেপির সর্বভারতীয় সহ সভাপতি দিলীপ ঘোষ একের পর এক বিষয়ে আক্রমণ শানান তৃণমূলের উদ্দেশ্যে। আসুন, দেখে নেওয়া যাক, কোন বিষয়ে কী বললেন দিলীপ ঘোষ।
অনুব্রতকে কটাক্ষ দিলীপের
অনুব্রতকে কটাক্ষ দিলীপের
advertisement

পঞ্চায়েত বিরোধীশূন্য করার ডাক অভিষেক বন্দ্যোপাধ্যায়:

তার আগে যদি ওরাই শূন্য হয়ে যায়, কী হবে ভাবুন তো! যেভাবে সংসদ, বিধায়করা পালাচ্ছে, ঘরবাড়ি ছেড়ে, কে বিরোধী শূন্য করবে? আগে নিজের ঘর সামলান। তারপর বিরোধী নিয়ে ভাববেন।

আগের পঞ্চায়েতে তো গুড় বাতাসা নকুলদানা ছিল, বিরোধী শূন্য হয়ে গেছিল

আমি দুদিন বীরভূম ছিলাম। গিয়ে প্রথমবার মানুষকে হাসতে দেখলাম। খোলা মনে ঘর থেকে বেরোতে দেখলাম। খুশি দেখলাম। আনন্দে দেখলাম। আগের বার গেছিলাম, চায়ের দোকানে চা চক্র করতে দেয়নি। দোকানের ঝাঁপ ফেলে দিয়েছিল। চা বিক্রেতা পালিয়ে গেছিল। এবার লোকে হেসে ডেকে চা খাওয়াল। পরিবর্তন হচ্ছে।

advertisement

আরও পড়ুন: নতুনভাবে সাজবে ব্লক স্তর থেকে, পঞ্চায়েতের আগে মাস্টারস্ট্রোক দেবে তৃণমূল

কেষ্টকে বীরের মর্যাদা মুখ্যমন্ত্রীর

বিহারের লোকেরাও ভেবেছিল লালুকে বীরের মর্যাদা দেবে। কিন্তু জেল থেকে বেরোলে তো দেবে। আমাকে একজন গল্প করেছিল, তার দাদু খুব সাহসী ছিল। সব জায়গায় ঢুকে যেত। একদিন বাঘের খাঁচায় ঢুকেছিল। তারপর? আর বেরোয়নি। ভাইয়ের এ রকম বীরগতি হবে না তো?

advertisement

আরও পড়ুন: এসি ইকনমি ক্লাসে ফিরছে পুরনো দিনের সেই সুবিধা! বড় সিদ্ধান্ত রেলের

বাগুইআটি কেস সিআইডি নিতেই তৎপরতা। তাহলে পুলিশ কী করছিল?

সেরা ভিডিও

আরও দেখুন
ফাঁকা জায়গার লাগবে না, আমবাগানেই হচ্ছে কুইন্টাল কুইন্টাল ফলন! বিনা ব্যয়ে লাভ পাচ্ছেন চাষি
আরও দেখুন

সবই গট আপ। যারাই মারছে, তারাই পুলিশকে মারছে। তারাই সুকান্ত মজুমদারকে ঢুকতে বাধা দিচ্ছে। গোটা সমাজের দুর্বৃত্তায়ান হয়ে গেছে। সিবিআই না এলে বোঝাই যেত না এ রাজ্যে পুলিশ বলে কিছু আছে। বহু কেস রাজ্য দেখছিল। কী হয়েছিল সেগুলোর? এখন তৎপরতা বাড়ছে। এখন সিবিআই-এর সঙ্গে কম্পিটিশন করার জন্য সিআইডি নামছে। তাও ভালো। কিছু তো করুন। মানুষ সুবিচার পাক।

advertisement

বাংলা খবর/ খবর/কলকাতা/
'ভাইয়ের এ রকম বীরগতি হবে না তো?' অনুব্রতকে নিয়ে রহস্য বাড়ালেন দিলীপ ঘোষ!
Open in App
হোম
খবর
ফটো
লোকাল