নতুনভাবে সাজবে ব্লক স্তর থেকে, পঞ্চায়েতের আগে মাস্টারস্ট্রোক দেবে তৃণমূল
- Published by:Suman Biswas
Last Updated:
Tmc: ব্লক স্তরে অপছন্দের সমাধান করবে দলের শীর্ষ নেতৃত্ব।
#কলকাতা: দলের সিদ্ধান্তই চূড়ান্ত। বিভিন্ন সময় দলের শীর্ষ নেতৃত্বের তরফে এই বার্তা আগেই দেওয়া হয়েছে। বর্তমানে দলের সংগঠনকে ঢেলে সাজাচ্ছে তৃণমূল কংগ্রেস। সেই কাজে একাধিক সাংগঠনিক জেলা থেকে নানা অভিযোগ ইতিমধ্যেই আসতে শুরু করেছে। বহু জায়গায় ব্লক সভাপতি পছন্দ না হওয়া। বহু জায়গায় ব্লক স্তরে বদল নানা বিষয় উঠে এসেছে। তাই ব্লক স্তর সংক্রান্ত একাধিক বিষয়ে যেখানে নানা ধরণের আপত্তির কথা উঠে এসেছে সেগুলির সমাধান দলের শীর্ষ নেতৃত্ব শীগগিরি করে দেবে বলে জানানো হয়েছে।
ব্লক স্তর থেকে শুরু করে বিভিন্ন কমিটি নতুন করে সাজিয়ে তুলছে তৃণমূল কংগ্রেস নেতৃত্ব। কিন্তু এর মধ্যেই সেই কমিটি নিয়ে বেশ কিছু ক্ষেত্রে অসন্তোষ দেখা দিয়েছে। সেই কথাও তৃণমূল সুপ্রিমোর নজরে এসেছে। তৃণমূলের সাংগঠনিক বৈঠক থেকে সেই নিয়েই নিজের অবস্থান স্পষ্ট করে দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। নেতাজী ইন্ডোরের সভায় তিনি জানিয়েছেন, কয়েকটি কমিটি নিয়ে অসন্তোষ আছে।
advertisement
advertisement
দলের নেতৃত্ব কিছু ক্ষেত্রে কথা বলে সেই ক্ষোভ মিটিয়েছেন। সেগুলি নিয়ে এখনও সমস্যা আছে, তার সমাধানে স্বয়ং হস্তক্ষেপ করবেন মমতা। তিনি বলেন, সুব্রত বক্সি , অভিষেক বন্দ্যোপাধ্যায় , ফিরহাদ হাকিম ও অরূপ বিশ্বাসকে নিয়ে তিনি আলোচনা করে বিষয়গুলি মেটাবেন।একই সঙ্গে ঝাড়গ্রাম ও দুই মেদিনীপুরের জেলার নেতৃত্বকে জেলায় ঘুরে সবার সঙ্গে সমন্বয় রেখে কাজ করার নির্দেশ দেন মমতা। জানান, কিছুদিনের মধ্যেই তমলুকে গিয়ে প্রশাসনিক ও দলীয় বৈঠক কবেন তিনি। একই সঙ্গে তৃণমূলের গ্রিভেন্স সেল দলের নেতা-কর্মীদের অভিযোগ খতিয়ে দেখবে বলেও জানান নেত্রী।
advertisement
প্রসঙ্গত এর আগেও দলের অন্দরের কথা দলের মধ্যেই নির্দিষ্ট ফোরামে বলার কথা জানিয়েছিল দলের শীর্ষ নেতৃত্ব। যদিও দেখা যায় বহু সময় সেই নির্দেশ মানা হয়নি৷ যা নিয়ে বেশ কিছু সময় বিড়ম্বনার মুখে পড়তে হয়েছে দলকে৷ তাই দলের সকলে আলাপ আলোচনা করেই সমস্যার সমাধান হবে বলে বার্তা দিয়েছেন দলের সুপ্রিমো৷
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
September 09, 2022 10:09 AM IST