TRENDING:

Dilip Ghosh: চব্বিশের লোকসভা ভোটে বাংলায় কত আসন পাবে তৃণমূল? ভবিষ্যৎবাণী দিলীপের! তোলপাড় রাজ্য রাজনীতি

Last Updated:

মমতা- স্ট্যালিন বৈঠক নিয়ে মুখ খুললেন দিলীপ ঘোষ।  '২০২৪ সালে লোকসভায় তৃণমূলের আসন অর্ধেক হবে'। বড় দাবি করে করলেন ভবিষ্যৎবাণী।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#কলকাতা:  '২০২৪ সালে লোকসভায় তৃণমূলের আসন অর্ধেক হবে'। বড় দাবি করে ভবিষ্যৎবাণী করলেন দিলীপ ঘোষ। স্ট্যালিনের সঙ্গে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বৈঠক প্রসঙ্গে বিজেপির সর্বভারতীয় সহ-সভাপতি দিলীপ ঘোষ শুক্রবার বললেন, 'গতবারে ২০১৯ সালে মমতা বন্দ্যোপাধ্যায় উত্তর ভারত যাত্রা করেছিলেন। যার যার বাড়ি গিয়েছিলেন সবার দোকান বন্ধ হয়ে গিয়েছে, কেউ কেউ এখন রাজনীতিতেই অপ্রাসঙ্গিক হয়ে পড়েছেন। এবার দক্ষিণ ভারত গিয়েছেন, আমি জানি না কী রেজাল্ট হবে। গতবারে এক ডজন সিট কমেছিল তৃণমূলের। গতবারে যা হয়েছে তার অর্ধেক হবে, অপেক্ষা করুন। আসছে ২৪ সাল'।
মমতার চেন্নাই সফর নিয়ে বিস্ফোরক দিলীপ
মমতার চেন্নাই সফর নিয়ে বিস্ফোরক দিলীপ
advertisement

সাম্প্রতিক সময় জাতীয় রাজনীতিতে বিরোধী ক্ষেত্রে তৃণমূল কংগ্রেসের গুরুত্ব অনেকখানি বেড়েছে বলেই মত রাজনৈতিক বিশ্লেষকদের। জাতীয় রাজনীতির প্রেক্ষাপটে বিজেপি বিরোধী প্রধান মুখ যে তৃণমূল নেত্রী তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সে কথা বারবার বুঝিয়ে দেওয়ার চেষ্টা করেছেন তৃণমূলের নেতারা। এমন পরিস্থিতিতে ২০২৪-এর লোকসভা নির্বাচনের আগে মমতা- স্ট্যালিন বৈঠক ঘিরে স্বাভাবিকভাবেই জোর চর্চা শুরু হয়েছে রাজনৈতিক মহলে।

advertisement

আরও পড়ুন : পরনে লাল স্কার্ট-কালো টপ, গতকালের ম্যারাথন জেরার পর ফের আজ দিল্লিতে ইডি দফতরে অনুব্রতর 'সুকন্যা'

চেন্নাই পৌঁছেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে এমকে স্ট্যালিনের সাক্ষাৎ হয়। একান্ত বৈঠক করেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। বুধবার সন্ধ্যাতেই চেন্নাইয়ে স্ট্যালিনের বাড়িতে বৈঠক হয় দুজনের মধ্যে। মমতা- স্ট্যালিন ছাড়াও হাজির ছিলেন, স্ট্যালিনের বোন, সাংসদ কানিমোজি, ছেলে উদয়নিধি এবং ডিএমকে নেতা টিআর বালু। এ দিন বৈঠক শেষে স্ট্যালিনের বাড়ি থেকে ফুরফুরে মেজাজে বেরোন মমতা। সাংবাদিকদের বলেন, "স্ট্যালিন জি আমার ভাইয়ের মতো। যদিও এটা আগে ফিক্সড ছিল না। স্ট্যালিন ছাড়া চেন্নাই আসতে পারি কী করে? দু'জন পলিটিক্যাল লিডার একসঙ্গে হলে, রাজনীতি নিয়ে তো আলোচনা হবেই। তবে আমি কোনও পলিটিক্যাল দল নিয়ে কোনও কথা বলব না। এটা একটা সৌজন্যমূলক বৈঠক। ডেভলপমেন্ট নিয়েই আলোচনা হয়েছে'।

advertisement

আরও পড়ুন : 'বিধবা ভাতার' সঙ্গে বোনাস! 'লক্ষ্মীর ভান্ডারের' টাকাও এবার সরাসরি ঢুকবে তাঁদের অ্যাকাউন্টে

এই বৈঠককে ঘিরেই শুরু হয়েছে রাজনৈতিক চাপান-উতোর। বছর ঘুরলেই পঞ্চায়েত নির্বাচন। তারপর চব্বিশে লোকসভার মহারণ। তার আগেই লোকসভায় তৃণমূল কত আসন পাবে তার ভবিষ্যৎবাণী করে দিলীপ ঘোষ আসলে দলীয় কর্মীদের মনোবল চাঙ্গা করলেন বলেই মনে করছে ওয়াকিবহল মহল।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
এই মেলায় ‘বউ’ পছন্দ হলেই পাকা কথা! দূরে যেতে হবে না, হাতের কাছই বড় সুযোগ
আরও দেখুন

ভেঙ্কটেশ্বর লাহিড়ী

বাংলা খবর/ খবর/কলকাতা/
Dilip Ghosh: চব্বিশের লোকসভা ভোটে বাংলায় কত আসন পাবে তৃণমূল? ভবিষ্যৎবাণী দিলীপের! তোলপাড় রাজ্য রাজনীতি
Open in App
হোম
খবর
ফটো
লোকাল