পরনে লাল স্কার্ট-কালো টপ, গতকালের ম্যারাথন জেরার পর ফের আজ দিল্লিতে ইডি দফতরে অনুব্রতর 'সুকন্যা'

Last Updated:

Cow Smuggling Case|| Anubrata Mandal || Sukanya Mandal: গতকাল প্রায় সাড়ে আট ঘণ্টা জিজ্ঞাসাবাদের পর আজ আবার ডেকে পাঠানো হয়েছে ইডি সদর দফতরে। সেইমতো সকালে ফের হাজির হলেন অনুব্রত কন্যা সুকন্যা মণ্ডল।

ইডি দফতরে অনুব্রত কন্যা
ইডি দফতরে অনুব্রত কন্যা
#নয়াদিল্লি : গতকাল প্রায় সাড়ে আট ঘণ্টা জিজ্ঞাসাবাদের পর আজ আবার ডেকে পাঠানো হয়েছে ইডি সদর দফতরে। সেইমতো সকালে ফের হাজির হলেন অনুব্রত কন্যা সুকন্যা মণ্ডল। রাজীব ভট্টাচার্য ও মণীশ কোঠারি ইডি দফতরে রয়েছেন। গরুপাচার মামলায় গতকাল ম্যারাথন জেরার পরে আজ ফের কেন্দ্রীয় গোয়েন্দাদের মুখোমুখি সুকন্যা মণ্ডল। আজকের জিজ্ঞাবাসাবাদে কোনও বড় সূত্র উঠে আসে কিনা সেটাই দেখার।
শেষ পর্যন্ত গরু পাচার মামলায় দিল্লিতে গিয়ে ইডি-র মুখোমুখি হতেই হল অনুব্রত মণ্ডলের মেয়ে সুকন্যা মণ্ডলকে৷ সুকন্যা যে দিল্লির ইডি দফতরে বুধবার হাজিরা দিতে পারেন, আগে থেকেই সেই সম্ভাবনা তৈরি হয়েছিল৷
ইডি সদর দফতরে সুকন্যা ইডি সদর দফতরে সুকন্যা
advertisement
সেই মতো এদিন সকাল দশটার কিছু পরে দিল্লির ইডি দফতরে ঢুকতে দেখা যায় সুকন্যাকে৷ একইভাবে আজ বৃহস্পতিবারও তাঁকে গাড়ি থেকে নেমে ইডি দফতরে ঢুকতে দেখা গেল। পরনে ছিল লাল রঙের স্কার্ট ও কালো টপ।
advertisement
অন্যদিকে, এই মুহূর্তে দিল্লিতে ইডি হেফাজতেই রয়েছেন অনুব্রত মণ্ডলের প্রাক্তন দেহরক্ষী সায়গল হোসেন৷ ইডি সূত্রে খবর, গতকাল প্রথমে আলাদা ভাবে জিজ্ঞাসাবাদের পর সায়গলের সামনে বসিয়ে সুকন্যা মণ্ডলকে জিজ্ঞাসাবাদ করা হয়। আজ ফের একই পদ্ধতিতে কেন্দ্রীয় গোয়েন্দারা জিজ্ঞাসাবাদ করতে চলেছেন কিনা তা এখনও জানা যাচ্ছে না।
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
পরনে লাল স্কার্ট-কালো টপ, গতকালের ম্যারাথন জেরার পর ফের আজ দিল্লিতে ইডি দফতরে অনুব্রতর 'সুকন্যা'
Next Article
advertisement
West Bengal Weather Update: উত্তরে বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে, উইকেন্ডে আবহাওয়া কেমন থাকবে?
উত্তরে বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে, উইকেন্ডে আবহাওয়া কেমন?
  • উত্তরে আজ বৃষ্টির পূর্বাভাস

  • দক্ষিণবঙ্গে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে

  • রইল আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
advertisement