আরও পড়ুন : বেলা ১২টা থেকে রবীন্দ্রসদনে থাকবে সন্ধ্যা মুখোপাধ্যায়ের দেহ, আজই ফিরছেন মুখ্যমন্ত্রী
সন্ধ্যা মুখোপাধ্যায়কে (Sandhya Mukherjee death) পদ্মশ্রী প্রদান বিতর্ক নিয়ে এদিন বিজেপির সর্বভারতীয় সহ-সভাপতি জানান, এটা খুব দুর্ভাগ্যের বিষয় সে জীবদ্দশায় তিনি রাজনীতির শিকার হলেন। তাঁকে পদ্মশ্রী নিতে দেওয়া হল না এটা তিনি চান কিনা তার অডিও দেখলাম না ভিডিও দেখলাম না, জোর করে তাঁর নামে চাপিয়ে দিয়ে তাঁকে বঞ্চিত করা হল।"
advertisement
তৃণমূলের কেন্দ্রীয় সরকারের সমালোচনা নিয়ে এদিন দিলীপ ঘোষ (Dilip Ghosh) বলেন, "তৃণমূলের লোকেরা এই নোংরা রাজনীতি করছেন সিপিএম যেমন বুদ্ধ বাবুকে বঞ্চিত করেছেন জ্যোতিবাবুকে বঞ্চিত করেছেন, টিএমসির লোকেরা নিজেদের রাজনীতির কারণে বাংলার যাঁরা গর্ব তাঁদের ব্যবহার করেছেন এবং তাঁদেরকে বিতর্কের মধ্যে নিয়ে এসে ঘৃণ্য রাজনীতির শিকার করেছেন।"
আরও পড়ুন : একের পর এক নক্ষত্রপতন! বাপ্পি লাহিড়ির মৃত্যুতে গভীর শোকপ্রকাশ মুখ্যমন্ত্রীর
এর আগে মঙ্গলবার পুরভোট নিয়ে তৃণমূলকে চাঁচাছোলা ভাষায় আক্রমণ করলেন বিজেপির সর্বভারতীয় সহ সভাপতি দিলীপ ঘোষ (Dilip Ghosh)। তিনি বলেন, ‘তৃণমূল কংগ্রেস কোনও রাজনৈতিক দল নয়, ওটা আসলে ডাকাতের দল।’ তাঁর আক্রমণ থেকে বাদ যাননি তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ও। নাম না করে মুখ্যমন্ত্রীকে নিশানা করে তিনি বলেন, ‘ওই ডাকাতের দলের একজন সর্দার রয়েছেন। তিনিই হলেন ডাকাতরাণী।’ পুরভোটে সন্ত্রাসের অভিযোগ তুলে তার প্রতিবাদে মঙ্গলবার পশ্চিম বর্ধমানের বড়নীলপুর মোড় থেকে দলের ৩৩ জন প্রার্থী ও দলের নেতাদের নিয়ে পদযাত্রা করেন দিলীপ ঘোষ। পদযাত্রার শেষে কার্জনগেটের সামনে একসভায় তিনি বক্তব্য রাখেন তীব্রভাবে নিশানা করেন তৃণমূলকে। এরপর আজ ফের সন্ধ্যা মুখোপাধ্যায়ের পদ্মশ্রী প্রসঙ্গেও শাসক দলকে কটাক্ষ করতে শোনা গেল দিলীপ ঘোষকে।