তৃণমূল, বাম, কংগ্রেস সকলেই প্রার্থী তালিকা ঘোষণা করে দিলেও কলকাতা পুরভোটে এখনও প্রার্থী তালিকা ঘোষণা করেনি গেরুয়া শিবির। এ প্রসঙ্গে দিলীপ ঘোষ বলেন, ''আজ হয়ে যাবে ঘোষণা। কলকাতা থেকে প্রার্থী তালিকা ঘোষণা করা হবে।'' দিল্লিতে কংগ্রেসের বিরোধী দলগুলির বৈঠক ডাকা প্রসঙ্গে দিলীপ বলেন, ''এইসব ড্রামা অনেক পুরনো হয়ে গিয়েছে। কখনও কংগ্রেসের সঙ্গে, কখনও কংগ্রেসকে বাদ দিয়ে যখন বৈঠক করেন। প্রশ্ন হচ্ছে, বিরোধীদের বৈঠক কে ডাকবে, তা নিয়ে ঝগড়া শুরু হয়েছে। কংগ্রেস ডাকবে নাকি তৃণমূল ডাকবে না অন্য দল ডাকবে?
advertisement
সেটা ওরা ঠিক করে নিক। নেতা কে হবে, মমতা বন্দ্যোপাধ্যায় নেতা হতে চাইছেন, সোনিয়া গান্ধির দিন চলে গিয়েছে, এই করতে করতেই এই অধিবেশন পার হয়ে যাবে।''
আরও পড়ুন: বারবার ব্যর্থতার ফল, এবার কলকাতা পুরভোটে প্রার্থী খুঁজতে নতুন ফর্মুলায় বঙ্গ BJP
যদিও বিজেপি-র সর্বভারতীয় সহ সভাপতি বলেন, ''তৃণমূলকে নির্মূল করা নিয়ে আমাদের মাথা ব্যাথা নেই। সরকার তার কাজ ঠিক করছে। কিন্তু সর্বভারতীয় স্তরে দেশ কোভিড মহামারীর থাবা কাটিয়ে উঠছে। আস্তে আস্তে দেশের উন্নয়ন হচ্ছে। বহু মানুষের চাকরি চলে গিয়েছিল, আবার তাঁরা চাকরি পাচ্ছেন। সাধারণ মানুষের সেবায় যে যে কাজগুলো কেন্দ্রীয় সরকার গত দু'বছরে করতে পারিনি, সেগুলো পুরো করার চেষ্টা করবে।''
আরও পড়ুন: দূরত্ব বাড়ছে, কংগ্রেসকে 'না' ঘাসফুলের! প্রধান বিরোধী হয়ে চেষ্টায় TMC
শীতকালীন অধিবেশন নিয়ে বলতে গিয়ে দিলীপ ঘোষ বলেন, ''আমাদের সরকার সবাইকে নিয়ে কাজ করতে চায় দেশের স্বার্থে। গঠনমূলক বিরোধিতা হোক, বিরোধীরা নিশ্চয়ই বিরোধিতা করবেন, যদি বিরোধিতা করার মতো কোন বিষয় থাকে, নিশ্চয়ই বিরোধিতা করা উচিত। তবেই তো সফল গণতন্ত্র প্রতিফলিত হবে। আমরা তার জন্য প্রস্তুত আছি। আমরা চাই রাষ্ট্রীয় স্বার্থে যা যা কাজ হবে, সবাই মিলে তা করে দেশকে এগিয়ে নিয়ে যাব।''