Bengal Bjp: বারবার ব্যর্থতার ফল, এবার কলকাতা পুরভোটে প্রার্থী খুঁজতে নতুন ফর্মুলায় বঙ্গ BJP

Last Updated:

Bengal Bjp: সোমবারই কলকাতা পুরভোটের প্রার্থী তালিকা প্রকাশ করতে চলেছে গেরুয়া শিবির।

আজ বিজেপি-র প্রার্থী তালিকা
আজ বিজেপি-র প্রার্থী তালিকা
#কলকাতা: তৃণমূল কংগ্রেস তো বটেই, কলকাতা পুরভোটের প্রার্থী তালিকা ঘোষণা করে দিয়েছে বাম- কংগ্রেসও (KMC Elections 2021)৷ এই পরিস্থিতিতে এখনও নাম ঘোষণা করেনি রাজ্যের প্রধান বিরোধী দল বিজেপি (Bengal Bjp)। ইতিমধ্যেই পুরভোট নিয়ে বারবার বৈঠক করেছেন বিজেপির রাজ্য নেতৃত্ব। সূত্রের খবর, রবিবারের বৈঠকে নাম চূড়ান্ত হয়ে গিয়েছে। সোমবারই তাই কলকাতা পুরভোটের (Kolkata Municipal Election 2021) প্রার্থী তালিকা প্রকাশ করতে চলেছে গেরুয়া শিবির।
কিন্তু এ বারের ভোটে প্রার্থী বাছাইয়ের ক্ষেত্রে কোন বিষয়কে গুরুত্ব দিয়েছে বিজেপি? বস্তুত বিধানসভা ভোটে তৃণমূলত্যাগী নেতা, তারকাদের টিকিট দিয়েছিল বিজেপি। কিন্তু ফল হয়েছিল হিতে বিপরীত। আবার হেরে যাওয়ার পর বহু নেতাই ফিরে গিয়েছেন তৃণমূলে। তাই এবার কলকাতা পুরভোটে প্রার্থী দেওয়ার ক্ষেত্রে পুরনো কর্মীদের উপরই আস্থা রাখছে বিজেপি।
advertisement
advertisement
বিজেপি-র রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের কথায়, ''আমাদের প্রার্থী তালিকায় শিক্ষিত মানুষ, আইনজীবী, প্রাক্তন সেনাকর্তারা থাকেন। কিন্তু এবার আমরা দলের পুরনো কর্মীদের উপরই আস্থা রাখছি। তাঁরাই দলের সম্পদ।'' রবিবার বৈঠকের পর সোমবার প্রার্থী তালিকা ঘোষণা করা হবে বলে জানিয়েছেন দলের প্রাক্তন কেন্দ্রীয় সম্পাদক রাহুল সিনহা (Rahul Sinha)। তাঁর কথায়, ''প্রার্থী তালিকায় মহিলা ও যুবদের প্রাধান্য দেওয়া হচ্ছে। এছাড়া, সমাজের সর্বস্তরের প্রতিনিধিরা থাকবেন প্রার্থী তালিকায়।'' যদিও রাহুল সিনহা এও জানিয়েছেন, ডাক্তার, অ্যাডভোকেট, অন্যান্য সামাজিক পেশায় যাঁরা রয়েছেন, শিক্ষক, অধ্যাপক, স্কলার প্রতিটি ক্ষেত্রের মানুষকে প্রাধান্য দিয়ে দলের তালিকা প্রস্তুত হয়েছে।
advertisement
বিধানসভা নির্বাচন থেকে উপ নির্বাচন, প্রত্যেকটি ক্ষেত্রেই দেখা যাচ্ছে সব দলের পর প্রার্থী তালিকা প্রকাশ করছে বিজেপি। কলকাতা পুর নির্বাচনের ক্ষেত্রেও তার ব্যতিক্রম হল না। এ ছাড়া পুরভোট নিয়ে রাজ্যের সিদ্ধান্তের বিরোধিতা করে আদালতের দ্বারস্থ হয়েছিল বিজেপি। সেই মামলার শুনানিও আছে সোমবার। তাই পুরভোটের প্রস্তুতি নেওয়ার ক্ষেত্রেও কিছুটা দেরি করেছে বিজেপি। তবে এবার প্রার্থী তালিকা ঘোষণা করতেই হবে। কারণ আগামী বুধবার মনোনয়ন জমা দেওয়ার শেষ দিন।
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
Bengal Bjp: বারবার ব্যর্থতার ফল, এবার কলকাতা পুরভোটে প্রার্থী খুঁজতে নতুন ফর্মুলায় বঙ্গ BJP
Next Article
advertisement
Salt Lake Jeweller Murder Update: গ্রেফতার বন্ধু এবং গাড়ির চালক, স্বর্ণ ব্যবসায়ী খুনের ঘটনায় আরও বিপাকে রাজগঞ্জের বিডিও প্রশান্ত বর্মন!
গ্রেফতার বন্ধু এবং গাড়ির চালক, স্বর্ণ ব্যবসায়ী খুনের ঘটনায় আরও বিপাকে রাজগঞ্জের বিডিও!
  • স্বর্ণ ব্যবসায়ী হত্যাকাণ্ডে আরও বিপাকে রাজগঞ্জের বিডিও৷

  • ধৃত বিডিও-র গাড়ির চালক এবং বন্ধু৷

  • গ্রেফতার করল বিধাননগর দক্ষিণ থানার পুলিশ৷

VIEW MORE
advertisement
advertisement