প্রসঙ্গ: ফের উদ্ধার টাকার পাহাড়
দিলীপ ঘোষ: কিন্তু টাকা কে উদ্ধার করল? সিবিআই-ইডি যাওয়ার আগেই টাকা উদ্ধার করছে কলকাতা পুলিশ। কখনও ৮ কোটি, আবার কখনও সাড়ে ৬ কোটি। কই, মাঝের টাকাটা কি কাটমানি হয়ে গেল? পুলিশ যাওয়ার আগেই অপরাধী ফেরার। কিছু তো যোগাযোগ আছেই।
আরও পড়ুন: 'বন্ধুর' চিকিৎসার জন্য রাজ্যের বাইরে..., CBI হাজিরায় অনুব্রত কন্যা সুকন্যা চাইলেন 'সময়'
advertisement
প্রসঙ্গ: বাবুল সুপ্রিয়র বিজয়ায় বিক্ষোভ তৃণমূলে
দিলীপ ঘোষ: ভাবুন একবার। কাদের নিয়ে গেছে, কাদের সঙ্গে গেছে। উনি যেতেই টাকা উদ্ধার শুরু।
প্রসঙ্গ: নিয়োগ দুর্নীতিতে ইডি স্ক্যনারে ৩৫ ব্যাঙ্ক অ্যাকাউন্ট
দিলীপ ঘোষ: তদন্ত চলছে। আরও অনেক কিছু উঠে আসবে।
আরও পড়ুন: ক্রস প্যাসেজেই কি মরণফাঁদ? চিন্তায় নির্মাণকারী সংস্থার প্রযুক্তিবিদরা
প্রসঙ্গ: অর্জুন সিং নিজের ক্যারিশমায় জেতে না, বলেছেন সৌগত রায়
দিলীপ ঘোষ: উনি কার ক্যারিশমায় জেতেন? এসব কথা বলে লাভ নেই। চালুনি সূঁচের বিচার করতে এসছে।
প্রসঙ্গ: ইডি সিবিআই রাজ্যকে ম্যালাইন করছে। ডিসেম্বরে বিজেপির বড় ষড়যন্ত্র রয়েছে, বলেছেন মদন মিত্র
দিলীপ ঘোষ: এসব কথা বলে লাভ নেই। বাইরে একা বেরোলেই বিপদ। লোকে হিসাব বুঝে নেবে।